ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়ানে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে আউট হন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ওয়ান ডাউনে নামা বাবর আজমকে নিয়ে বড় সংগ্রহের দিকে এগোতে থাকেন সায়েম আয়ুব।

বাবর ৩১ আর শেষ দিকে ইরফান খানের ৩০ বাদে বিপরীত প্রান্তের ক্রিকেটারদের কেউ বড় রান করতে পারেননি। তবে সতীর্থদের আসা যাওয়ার মাঝে ব্যক্তিগত ৯৮ রান করেন সায়েম। শেষ পর্যন্ত ২০৬ রানের লক্ষ্য পুঁজি গড়ে পাকিস্তান।

জবাবে খেলতে নেমে শুরুতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। দলীয় ২৮ রানে দুই উইকেট হারানো দলকে বিপদ থেকে টেনে তুলেন রিজা হ্যানড্রিকস। তাকে সঙ্গ দেন রাসি দুসেন। তৃতীয় উইকেট জুটিতে ১৫৭ রানের সংগ্রহে জয়ের ভিত গড়ে দেন রিজা ও দুসেন।

রিজা আউট হলেও দলের জয় নিশ্চিত করেন দুসেন।

এসএস