ক্রিকেট
এখন মাঠে
0

শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী

অনেকটা নীরবতার মধ্যেই বিসিবিতে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী। খেলার ব্যস্ততার কারণে ছিলেন না বর্তমান ও সাবেক, পুরুষ ও নারী ক্রিকেটাররা। এমনকি দেশের ক্রিকেট সংগঠক থেকে শুরু করে দেখা যায়নি বিসিবির বেশিরভাগ পরিচালকদের।

অনেকটা নীরবতার মধ্যেই বিসিবিতে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী। খেলার ব্যস্ততার কারণে ছিলেন না বর্তমান ও সাবেক, পুরুষ ও নারী ক্রিকেটাররা। এমনকি দেশের ক্রিকেট সংগঠক থেকে শুরু করে দেখা যায়নি বিসিবির বেশিরভাগ পরিচালকদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে আরো বেশি আকর্ষনীয় করতে আইসিসির ট্রফি ট্যুরের আয়োজন। সমুদ্রশহর কক্সবাজার আর ঢাকায় অভিজাত শপিংমলে ট্রফি দেখতে দর্শনার্থীরা ভিড় জমালেও, হোম অব ক্রিকেটেই দেখা যায়নি কোনো আমেজ। অনেকটা নীরব আর অনাড়ম্বরভাবে শেষ হলো বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের শেষ দিন।

মিরপুরে ১১টায় প্রদর্শনী শুরু হওয়ার কথা থাকলেও, এক ঘন্টা পর শুরু হয় ফটোশুট। স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য এই আয়োজনের কথা বলা হলেও, দেখা যায়নি কোন ক্রিকেটারকে।

এমনকি সাবেক-বর্তমান কোনো সংগঠক কিংবা বিসিবির পরিচালকদের বেশিরভাগকেও দেখা যায়নি আয়োজনে। এ নিয়ে ওঠে প্রশ্ন। যদিও বোর্ডের কেউ উত্তর দিতেও রাজি হননি।

ফটোশুটে অংশ নেন ক্রীড়া সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা। ঠিক দুপুর দেড়টায় মিডিয়া সেন্টার থেকে সরানো হয় ট্রফিটি।

আজ রাতেই ট্রফি নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

এএম