১৭০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে ১০৩ রানের জুটি গড়েন দুই ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। এরপরের দুই ওভার ও ৭ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে উড়তে থাকা স্বাগতিকরা হঠাৎই বিপদে পড়ে যায়।
তবে দলকে জয়ের পথেই রাখেন শারমিন আক্তার ও তাজ নাহার। এরপর দ্রুতই আরও দু'টি উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা।
জয়ের জন্য শেষ ১২ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮ রান। ১৯ তম ওভার উইকেট মেডেন গেলে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ধীরে ইনিংস শুরু করলেও তৃতীয় উইকেটে গ্যাবি লুইস ও লিয়াহর ১০৭ রানের জুটিতে আইরিশরা ১৬৯ রানের বড় সংগ্রহের ভিত পায়।
আইরিশদের পক্ষে প্রায় ১৭৬ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ৭৯ রান করেন লিয়াহ।