ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া সিরিজের দলের স্কোয়াডে দু'টি পরিবর্তন আনা হয়েছে। হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন জাঙ্গু ও জাস্টিন গ্রিভস।
টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রিভস। দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন কিং।
আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিসে সিরিজের বাকি দু'টি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর।
প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।