জ্যামাইকার কিংস্টনে পুরোদিনেই রান হয়েছে ২০০ এর নিচে। ২ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় সেশনে অলআউট হয়েছে ১৬৪ রানে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ করেছেন ৭৫ বলে ৩৬ রান। আর তাতেই ৯৮ রানে ৬ উইকেট খোয়ানো দলের ইনিংস গিয়েছে ১৬৪ পর্যন্ত।
শুরুতে সাদমান ইসলাম এবং শাহাদাত দীপু ছিলেন সাবধানী। ৮৮ বল খেলে ২২ রান করা দীপুকে ফেরান শামার জোসেফ। সাদমান ছিলেন স্বস্তি। তাকেও প্যাভিলিয়নে পাঠান শামার জোসেফ।
ক্রিজে আসা যাওয়ার মিছিলে ছিলেন লিটন কুমার দাস এবং জাকের আলী অনিক। একজন টিকেছেন ৬ বল, অন্যজন টিকেছেন ১০ বল। দুজনেই জেইডন সেইলসের শিকার। এরপর মিরাজের সেই ইনিংস।
বল হাতে বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য নাহিদ রানার উইকেট। কিংস্টনে নিয়মিত ১৫০ এর ওপর বল করেছেন তিনি। ৪৭ বলে ১২ রান করা লুইসকে ফেরান তিনি।