সাদা পোষাকে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল কলিন ব্লাইথের। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার এই রেকর্ড ছুঁয়েছেন ১৯ ম্যাচে।
সেই রেকর্ড ভেঙ্গে এবার ১৭ ম্যাচে ১০০ উইকেট নিলেন প্রবাথ জয়সুরিয়া। টেস্টে সব মিলিয়ে জয়সুরিয়ার চেয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন কেবল জর্জ লোম্যান। ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৬ টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।