ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স ট্রফি: টাকার কাছে হার মানতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। শুক্রবার আইসিসির ভার্চুয়াল মিটিংয়ে নির্ধারিত হবে আয়োজক দেশের নাম। আইসিসি চায়, পাকিস্তানকে ক্ষতিপূরণ দিয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে। তবে টাকার কাছে হার মানতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে ভারত খেলতে অস্বীকৃতি জানানোয় বিষয়টি নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ফলে আইসিসির ইভেন্টটির ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জটিলতাও।

এ নিয়ে শুক্রবার আবারো বৈঠকে বসতে যাচ্ছে আইসিসি। সেখানেই নির্ধারিত হবে বৈশ্বিক এই আসরের ভাগ্য। পূর্বনির্ধারিত আয়োজক পাকিস্তানকে বড় অঙ্কের অর্থ দিয়ে সমাধানের ভাবনা আইসিসির। গুঞ্জন আছে, হাইব্রিড মডেলে রাজি করাতে পাকিস্তানকে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হতে পারে।

তবে ক্ষতিপূরণ নিয়ে পিছু হটতে নারাজ পিসিবি সভাপতি মহসিন নাকভি। বরং পাকিস্তান ক্রিকেটের জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত আদায় করে নিতে প্রতিজ্ঞাবদ্ধ পিসিবি বস।

পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেন, ‘আমরা টাকার সামনে মাথানত করবো না । আইসিসির সাথে আমাদের যোগাযোগ

এখনো চলমান। পাকিস্তানের জন্য মঙ্গলজনক হবে এমন সিদ্ধান্তই আমরা নিবো। আমাদের অবস্থান পরিষ্কার।’

২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না। তবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দেশটিতে সফর করেছে। এবার ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘আমরা ভারতে যাবো, পাকিস্তানে তারা আসবে না। এমনটা হতে পারে না। সবকিছুই বরাবর হওয়া উচিত। আইসিসিকেও আমরা পরিষ্কার বার্তা দিতে চাই। আমার বিশ্বাস তিনি (জয় শাহ) যখন আইসিসির দায়িত্ব নিবেন তখন তিনি সংগঠন ও বিশ্বক্রিকেটের কথাই ভাববেন।’

১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনও প্রতিযোগিতার আয়োজক হয়েছে পাকিস্তান। শেষপর্যন্ত সেটিও ঝুলে রইলো।

ইএ