এবার ভেঙ্কটেশকে মোটা দামে রিটেইন করে চমকে দিয়েছে কেকেআর। আর তাতেই ভেঙ্কাটেশ আইয়ার হয়েছেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামি অলরাউন্ডার।
রিটেইন তালিকায় নিজের নাম না দেখে কেঁদেছিলেন ভেঙ্কটেশ। নিলাম থেকে তাকে দলে নেওয়া হবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিল কলকাতা কর্তৃপক্ষ।
প্রথম থেকেই দর হাঁকছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ন্যূনতম দাম ২ কোটি রুপি থেকে কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে বিডিং চলে। ৮ কোটি ৫০ লাখ থেকে লড়াইয়ে ঢোকে আরসিবি। তখন লখনৌ থেমে যায়।
দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে ভেঙ্কের ভূমিকা ছিল অনেক। ১৫ ম্যাচে করেছিলেন ৩৭০ রান। ছিল চারটি অর্ধ-শতরানের ইনিংস। ২০২১ সালে ২০ লাখ রুপিতে তাকে কিনেছিল কেকেআর।
পরের বছর মূল্য ছিল ৮ কোটি রুপি। এবার তাঁর দাম বেড়ে হলো ২৩ কোটি ৭৫ লাখ রুপি। যা কোহলির থেকেও বেশি।