ক্রিকেট
এখন মাঠে
0

অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত

বর্ডার-গাভাস্কার ট্রফিতে পার্থে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে বিধ্বস্ত করেছে ভারত। ফলে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জাসপ্রীত বুমরাহ'র দল।

চারদিনের টেস্টের তৃতীয় দিনে ৪৮৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকান ওপেনার যশস্বী জয়সোয়াল। জয়সোয়ালের ইনিংস থেমেছে ১৬১ রানে। আরেক ওপেনার লোকেশ রাহুল ৭৭ রান করে উইকেট দিয়েছেন স্টার্ককে।

এদিন ব্যাট হাতে নিজেদের ইনিংস বড় করতে ব্যর্থ হন রিশভ পন্থ ও জুরেলরা। ভারতের মিডল অর্ডার তেমন সুবিধা না করলেও ভিরাট কোহলির বহুল প্রতীক্ষিত সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়াকে ৫৩২ রানের টার্গেট দেয় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে দলীয় ১২ রানে হারায় তিন উইকেট। টেস্টের চতুর্থ দিনে একের পর এক উইকেট বিলিয়ে দিনের শুরুতেই চাপে পড়ে অজি ব্যাটাররা।

তবে এদিন ওয়ানডে মেজাজে রান তোলে স্বাগতিকদের ম্যাচে ফেরানোর চেষ্টা করে ট্রাভিস হেড। ১০১ বলে ৮৯ করে হেড আউট হলে, আর ম্যাচে ফেরা হয়নি অস্ট্রেলিয়ার।

চতুর্থ দিনে চা বিরতি থেকে ফিরেই ম্যাচ জিতে নেয় কোহলিরা। ভারতের হয়ে বুমরাহ ও সিরাজ নেন তিনটি করে উইকেট। জোড়া উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর।

হারশিত রানা ও নিতিশ কুমার নেন একটি করে উইকেট। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল জাসপ্রিত বুমরাহ'র দল।

এসএস