ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএল নিলামে প্রথম দিনেই ভাঙলো একাধিক রেকর্ড

২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌতে পন্ত

দুই দিনব্যাপী আইপিএল নিলামের প্রথম দিনেই একের পর এক রেকর্ড। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে শ্রেয়াস আইয়ারকে কিনে নেয়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে গেছে সেটিও। রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে দলে ভেড়ালো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এর আগের সর্বোচ্চ রেকর্ড ছিল মিচেল স্টার্কের ২৪ কোটি ৭৫ লাখ রুপি।

সৌদি আরবের জেদ্দায় চলছে আইপিএলের নিলাম। মেগা নিলামের শুরুতেই আর্শদ্বীপ সিংকে ১৮ কোটি রুপিতে কিনে নেন পাঞ্জাব কিংস।

দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স। এরপরই ওঠে অর্থের ঝড়। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস, যেটি আইপিএলের ইতিহাসের রেকর্ড।

তবে এই রেকর্ড স্থায়ী হয় মাত্র ২০ মিনিটের মতো। ২৭ কোটিতে ঋষভ পন্তকে কিনে নেয় লক্ষ্ণৌ। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে বাটলারকে দলে নিয়েছে গুজরাট।

১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে খেলবেন গতবার সর্বোচ্চ দামে বিক্রি হওয়া অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। ৮ কোটি ৭৫ লাখ রুপিতে লিয়াম লিভিংস্টোনকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

এএম