আইপিএল নিলাম: ১৮ বছরে সবচেয়ে দামি খেলোয়াড় যারা

আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় (২০০৮ – ২০২৫)
আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় (২০০৮ – ২০২৫) | ছবি: এখন টিভি
0

আইপিএল (IPL) নিলাম মানেই টাকার ঝনঝনানি, আর এই অর্থের লড়াই প্রমাণ করে ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে আইপিএলের আকাশছোঁয়া জনপ্রিয়তা। এবারের মিনি নিলামে (Mini IPL Auction) মোট ১৩৫৫ জন খেলোয়াড় নাম লিখিয়েছিলেন, যার মধ্যে ৩৬৯ জনকে নিয়ে আজ আবুধাবিতে বসেছে নিলামের আসর। ১০টি দল মোট ৭৭টি শূন্যস্থান (Available Slots) পূরণের জন্য লড়াই করছে, যার মধ্যে বিদেশি কোটার জন্য ফাঁকা রয়েছে ৩১টি জায়গা।

আরও পড়ুন:

আইপিএল নিলামে ঋষভ পন্তের অবিশ্বাস্য রেকর্ড

প্রতিটি নিলামেই নজর থাকে সবচেয়ে দামি খেলোয়াড়ের (Most Expensive Player) দিকে। সম্প্রতি, ভারতীয় তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত (Rishabh Pant) আইপিএল ইতিহাসের সব রেকর্ড ভেঙেছেন। তাঁকে ২৭ কোটি রুপি (27 Crore Rupees)-এর বিশাল অঙ্কে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। এই দাম আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে, ২০২৪ সালের নিলামে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc) প্রথমবার ২৪ কোটি ৭৫ লাখ রুপির (24.75 Crore) রেকর্ড গড়েছিলেন। একইভাবে, ২০২৫ সালের মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে (26.75 Crore) দল পান—যা নিলামে অর্থের দ্রুত স্ফীতিকে নির্দেশ করে।

আরও পড়ুন:

আইপিএল নিলামে ঐতিহাসিক যাত্রাপথ: ২০০৮ থেকে ২০২৫

আইপিএল নিলামে রেকর্ড ভাঙার এই যাত্রা শুরু হয়েছিল উদ্বোধনী আসর থেকেই:

  • ২০০৮: সূচনা ধোনির হাত ধরে প্রথম আসরে ভারতীয় কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়ে চেন্নাই সুপার কিংস (CSK)-এর হয়ে যাত্রা শুরু করেন।
  • ২০০৯: যৌথ রেকর্ড পরের বছর ইংল্যান্ডের দুই তারকা কেভিন পিটারসেন (Kevin Pietersen) এবং অ্যান্ড্রু ফ্লিনটফ (Andrew Flintoff) উভয়েই ৭ কোটি ৫৫ লাখ রুপি (7.55 Crore)-তে সর্বোচ্চ দামি খেলোয়াড় হন।
  • ২০১১: গম্ভীর-এর প্রথম ১০ কোটির রেকর্ড গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রথমবার ১০ কোটি (10 Crore) রুপির গণ্ডি পেরিয়ে ১১ কোটি ৪ লাখ রুপি (11.04 Crore)-তে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর অধিনায়ক হন।
  • ২০১২: জাদেজার চমক পরের আসরে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামি খেলোয়াড় হন।
  • ২০১৪ ও ২০১৫: যুবরাজ-এর দাপট ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) টানা দুইবার সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়ে শিরোনামে আসেন।
  • ২০১৭ ও ২০১৮: স্টোকসের রাজত্ব ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes) ২০১৭ এবং ২০১৮—টানা দুই আসরে নিলামের শীর্ষস্থানে ছিলেন।
  • ২০২১: ক্রিস মরিস-এর বাজিমাত দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ক্রিস মরিস (Chris Morris) ১৬ কোটি ২৫ লাখ রুপি (16.25 Crore)-তে দল পান, যা সেই সময়ের একটি বড় চমক ছিল।
  • ২০২৪: স্টার্ক বনাম কামিন্স ২০২৪ সালের নিলামে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) প্রথমবার ২০ কোটি (20 Crore) রুপির ঘর ছাড়ালেও, তাঁকে টপকে সেই আসরের রেকর্ড গড়েন তাঁরই সতীর্থ পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)।

আরও পড়ুন:

আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় (২০০৮ – ২০২৫)

আসর (Year)খেলোয়াড় (Player)দাম (ভারতীয় রুপি)দল (Team)
২০০৮এমএস ধোনি (MS Dhoni)৯.৫ কোটিচেন্নাই সুপার কিংস (CSK)
২০০৯কেভিন পিটারসেন (Kevin Pietersen) এবং অ্যান্ড্রু ফ্লিনটফ (Andrew Flintoff)৯.৮ কোটি (যৌথ)আরসিবি (RCB) ও সিএসকে (CSK)
২০১০শেন বন্ড (Shane Bond) এবং কাইরন পোলার্ড (Kieron Pollard)৪.৮ কোটি (যৌথ)কেকেআর (KKR) ও এমআই (MI)
২০১১গৌতম গম্ভীর (Gautam Gambhir)১৪.৯ কোটিকলকাতা নাইট রাইডার্স (KKR)
২০১২রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)১২.৮ কোটিচেন্নাই সুপার কিংস (CSK)
২০১৩গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)৬.৩ কোটিমুম্বাই ইন্ডিয়ান্স (MI)
২০১৪যুবরাজ সিং (Yuvraj Singh)১৪ কোটিরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)
২০১৫যুবরাজ সিং (Yuvraj Singh)১৬ কোটিদিল্লি ডেয়ারডেভিলস (DD)
২০১৬শেন ওয়াটসন (Shane Watson)৯.৫ কোটিরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)
২০১৭বেন স্টোকস (Ben Stokes)১৪.৫ কোটিরাইজিং পুনে সুপারজায়ান্ট (RPS)
২০১৮বেন স্টোকস (Ben Stokes)১২.৫ কোটিরাজস্থান রয়্যালস (RR)
২০১৯জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)৮.৪ কোটি (যৌথ)রাজস্থান রয়্যালস (RR) ও কিংস ইলাভেন পাঞ্জাব (KXIP)
২০২০প্যাট কামিন্স (Pat Cummins)১৫.৫ কোটিকলকাতা নাইট রাইডার্স (KKR)
২০২১ক্রিস মরিস (Chris Morris)১৬.২৫ কোটিরাজস্থান রয়্যালস (RR)
২০২২ঈশান কিষান (Ishan Kishan)১৫.২৫ কোটিমুম্বাই ইন্ডিয়ান্স (MI)
২০২৩স্যাম কারান (Sam Curran)১৮.৫ কোটিপাঞ্জাব কিংস (PBKS)
২০২৪মিচেল স্টার্ক (Mitchell Starc)২৪.৭৫ কোটিকলকাতা নাইট রাইডার্স (KKR)
২০২৫ঋষভ পন্ত (Rishabh Pant)২৭ কোটিলখনউ সুপার জায়ান্টস (LSG)

২০০৮ সালে এমএস ধোনিকে দিয়ে শুরু হওয়া আইপিএল নিলামের এই ১৮ বছরের যাত্রা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিবর্তনকে স্পষ্ট করে তোলে। ৬ কোটি রুপি থেকে শুরু হয়ে দামের এই স্ফীতি ২৫ কোটি রুপির গণ্ডি পেরিয়ে আজ ২৭ কোটি রুপিতে পৌঁছেছে, যা ক্রিকেট বিশ্বে এক নতুন অর্থনৈতিক মানদণ্ড স্থাপন করেছে।

আরও পড়ুন:

এই তালিকা শুধু খেলোয়াড়দের নাম নয়, বরং প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কৌশলগত প্রয়োজন এবং বোর্ডের আর্থিক ক্ষমতার উত্থানকেও তুলে ধরে। যুবরাজ সিং ও বেন স্টোকসের মতো তারকারা যেমন টানা দু'বছর রেকর্ডের শীর্ষে ছিলেন, তেমনি মিচেল স্টার্ক এবং ঋষভ পন্তের মতো খেলোয়াড়রা একুশ শতকের শেষার্ধে নিলামকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।

অর্থের ঝনঝনানি বাড়লেও, একটি বিষয় স্পষ্ট: প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই জানে, আইপিএল ট্রফি জিততে হলে শুধু প্রতিভা নয়, বরং নিলামে সঠিক সময়ে সাহসী বিনিয়োগ করাও অত্যন্ত জরুরি।

এসআর