আরও পড়ুন:
অবাক করা সব অবিক্রিত নাম
নিলামের টেবিলে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ডেভন কনওয়ে (Devon Conway) এবং জেক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) মতো বিধ্বংসী ব্যাটারদের ক্ষেত্রে। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের এই দুই ক্রিকেটারকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। এছাড়া দক্ষিণ আফ্রিকার গতিতারকা জেরাল্ড কোয়েটজি (Gerald Coetzee) এবং কিউই অলরাউন্ডার ডারিল মিচেলও (Daryl Mitchell) দল পাননি।
তাসকিন আহমেদের অপেক্ষা বাড়ল
আইপিএলের নিলামে ছিলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। এর মধ্যে তোলা হয়েছিল কেবল দুজনের নাম। মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের নজর ছিল পেসার তাসকিন আহমেদের (Taskin Ahmed) ওপর। ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের এই টাইগার পেসারের জন্য নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি বিড করেনি। এর ফলে এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে কেবল মোস্তাফিজুর রহমানকেই দেখা যাবে। আর শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও তানজিম সাকিবের নাম ডাকাই হয়নি নিলামে। এদিকে, আইপিএলে নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের (Shakib Al Hasan) ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিলো ১ কোটি রুপি। প্রকাশিত চূড়ান্ত খেলোয়াড় তালিকায় (Final Players' List) তার নাম ছিল না।
আরও পড়ুন:
স্পিন ও উইকেটকিপিং ক্যাটাগরিতেও খরা
লঙ্কান মিস্ট্রি স্পিনার মহেশ থিকশানা এবং আফগান তারকা মুজিব উর রহমানও অবিক্রিত থেকে গেছেন। অন্যদিকে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টো এবং উদীয়মান জেমি স্মিথকেও কোনো দল তাদের স্কোয়াডে নেয়নি।
আইপিএল ২০২৬ মিনি নিলাম: ইতিহাসের সবচেয়ে দামি ১০ খেলোয়াড়
আইপিএল ২০২৬-এর মিনি নিলামে অর্থের ঝনঝনানি সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবারের নিলামে ক্যামেরন গ্রিন ২৫.২০ কোটি রুপিতে বিক্রি হয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন। নিলাম ও রিটেনশন মিলিয়ে আইপিএল ইতিহাসের বর্তমান শীর্ষ ১০ দামী খেলোয়াড়ের তালিকা নিচে দেওয়া হলো:
আইপিএল ইতিহাসের শীর্ষ ১০ দামি খেলোয়াড়
খেলোয়াড় (Player Name) দল (Team) মূল্য (Sold Price) বছর ঋষভ পন্ত লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২৭.০০ কোটি ২০২৫ (R) শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি ২০২৫ (R) ক্যামেরন গ্রিন কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি ২০২৬ (A) মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ কোটি ২০২৪ (A) হেনরিক ক্লাসেন সানরাইজার্স হায়দরাবাদ ২৩.০০ কোটি ২০২৫ (R) বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২১.০০ কোটি ২০২৫ (R) নিকোলাস পুরান লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২১.০০ কোটি ২০২৫ (R) প্যাট কামিন্স সানরাইজার্স হায়দরাবাদ ২০.৫০ কোটি ২০২৪ (A) স্যাম কারান পাঞ্জাব কিংস ১৮.৫০ কোটি ২০২৩ (A) মাতিশা পাতিরানা কলকাতা নাইট রাইডার্স ১৮.০০ কোটি ২০২৬ (A)
আইপিএল ২০২৬: অবিক্রিত খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা (IPL 2026 Unsold Players Full List)
নিচে ২০২৬ আইপিএল মিনি নিলামে অবিক্রিত (Unsold) থাকা সকল খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো:
আরও পড়ুন:
IPL 2026 Unsold Players: তাসকিন-কনওয়েসহ আইপিএল ২০২৬ নিলামে দল পেলেন না যারা
খেলোয়াড় (Player Name) ভিত্তি মূল্য (Base Price) ক্যাটাগরি/জাতীয় দল জেক ফ্রেজার-ম্যাকগার্ক ২ কোটি রুপি অস্ট্রেলিয়া (ব্যাটার) ডেভন কনওয়ে ২ কোটি রুপি নিউজিল্যান্ড (ব্যাটার/কিপার) জেরাল্ড কোয়েটজি ২ কোটি রুপি দক্ষিণ আফ্রিকা (বোলার) মহেশ থিকশানা ২ কোটি রুপি শ্রীলঙ্কা (বোলার) মুজিব উর রহমান ২ কোটি রুপি আফগানিস্তান (বোলার) অ্যালজারি জোসেফ ২ কোটি রুপি ওয়েস্ট ইন্ডিজ (বোলার) গুস অ্যাটকিনসন ২ কোটি রুপি ইংল্যান্ড (বোলার) মাইকেল ব্রেসওয়েল ২ কোটি রুপি নিউজিল্যান্ড (অলরাউন্ডার) ডারিল মিচেল ২ কোটি রুপি নিউজিল্যান্ড (অলরাউন্ডার) ড্যান লরেন্স ২ কোটি রুপি ইংল্যান্ড (ব্যাটার) জেমি স্মিথ ২ কোটি রুপি ইংল্যান্ড (কীপার) রহমানুল্লাহ গুরবাজ ১.৫ কোটি রুপি আফগানিস্তান (কীপার) রিলে মেরিডিথ ১.৫ কোটি রুপি অস্ট্রেলিয়া (বোলার) ঝাই রিচার্ডসন ১.৫ কোটি রুপি অস্ট্রেলিয়া (বোলার) স্পেন্সার জনসন ১.৫ কোটি রুপি অস্ট্রেলিয়া (বোলার) ফজলহক ফারুকি ১ কোটি রুপি আফগানিস্তান (বোলার) ওয়াকার সালামখেল ১ কোটি রুপি আফগানিস্তান (বোলার) উইয়ান মুল্ডার ১ কোটি রুপি দক্ষিণ আফ্রিকা (অলরাউন্ডার) জনি বেয়ারস্টো ১ কোটি রুপি ইংল্যান্ড (কীপার) উইলিয়াম সাদারল্যান্ড ১ কোটি রুপি অস্ট্রেলিয়া (অলরাউন্ডার) তাসকিন আহমেদ ৭৫ লাখ রুপি বাংলাদেশ (বোলার) সেদিকুল্লাহ আতাল ৭৫ লাখ রুপি আফগানিস্তান (ব্যাটার) চেতন সাকারিয়া ৭৫ লাখ রুপি ভারত (বোলার) রিচার্ড গ্লিসন ৭৫ লাখ রুপি ইংল্যান্ড (বোলার) দীপক হুডা ৭৫ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) কেএস ভরত ৭৫ লাখ রুপি ভারত (কীপার) দাসুন শানাকা ৭৫ লাখ রুপি শ্রীলঙ্কা (অলরাউন্ডার) নাথান স্মিথ ৭৫ লাখ রুপি নিউজিল্যান্ড (বোলার) কর্ণ শর্মা ৫০ লাখ রুপি ভারত (বোলার) মহিপাল লোমরোর ৫০ লাখ রুপি ভারত (ব্যাটার) কেএম আসিফ ৪০ লাখ রুপি ভারত (বোলার) রাজবর্ধন হাঙ্গারগেকার ৪০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) অথর্ব তাইদে ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) আনমোলপ্রীত সিং ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) অভিনব তেজরানা ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) অভিনব মনোহর ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) যশ ধুল ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) আর্য দেশাই ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) সালমান নিজার ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) ধীরাজ কুমার ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) চিন্তল গান্ধী ৩০ লাখ রুপি ভারত (বোলার) ড্যানিয়েল লেটেগান ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) মানব ভোহরা ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) স্বস্তিক চিকারা ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) রাজ লিম্বানি ৩০ লাখ রুপি ভারত (বোলার) সিমরজিৎ সিং ৩০ লাখ রুপি ভারত (বোলার) আকাশ মাধওয়াল ৩০ লাখ রুপি ভারত (বোলার) ওয়াহিদুল্লাহ জাদরান ৩০ লাখ রুপি আফগানিস্তান (ব্যাটার) শিবম শুক্লা ৩০ লাখ রুপি ভারত (বোলার) কার্তিকিয়া সিং ৩০ লাখ রুপি ভারত (বোলার) মুরুগান অশ্বিন ৩০ লাখ রুপি ভারত (বোলার) তেজাস বারোকা ৩০ লাখ রুপি ভারত (বোলার) কেসি কারিয়াপ্পা ৩০ লাখ রুপি ভারত (বোলার) মোহিত রাঠি ৩০ লাখ রুপি ভারত (বোলার) ইফফান উমায়ের ৩০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) মায়াঙ্ক ডাগর ৩০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) জিক্কু ব্রাইট ৩০ লাখ রুপি ভারত (বোলার) ইজাজ সাওয়ারিয়া ৩০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) মানি গ্রেওয়াল ৩০ লাখ রুপি ভারত (বোলার) আরএস অম্বরীশ ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) বিজয় শঙ্কর ৩০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) ইডেন টম ৩০ লাখ রুপি ভারত (বোলার) তানুশ কোটিয়ান ৩০ লাখ রুপি ভারত (বোলার) কমলেশ নাগরকোটি ৩০ লাখ রুপি ভারত (বোলার) সানভীর সিং ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) তনয় ত্যাগরাজন ৩০ লাখ রুপি ভারত (বোলার) করণ লাল ৩০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) উৎকর্ষ সিং ৩০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) আয়ুষ বার্তাক ৩০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) মনিষঙ্কর মুরাসিং ৩০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) ম্যাকনিল নরোনহা ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) সিদ্ধার্থ যাদব ৩০ লাখ রুপি ভারত (ব্যাটার) রিতিক পাদা ৩০ লাখ রুপি ভারত (অলরাউন্ডার) চামা মিলিন্দ ৩০ লাখ রুপি ভারত (বোলার) রুচিত আহির ৩০ লাখ রুপি ভারত (কীপার) বংশ বেদী ৩০ লাখ রুপি ভারত (কীপার) তুষার রাহেজা ৩০ লাখ রুপি ভারত (কীপার) কনর এস্টারহুইজেন ৩০ লাখ রুপি দক্ষিণ আফ্রিকা (কীপার)
আরও পড়ুন:





