ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএল নিলামে নাম তুললেও আপাতত ক্রিকেটেই ফোকাস রিশাদের

প্রথমবারের মতো আইপিএলের নিলামে নাম তুললেও আপাতত ক্রিকেটেই ফোকাস রাখতে চান রিশাদ হোসেন। আইপিএলে পছন্দের দল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স, তবে দল না পেলেও আশাহত হবেন না এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

বরাবরই প্র্যাক্টিস নেটে ব্যাটিং তাণ্ডব চালায় রিশাদ হোসেন। যা স্বস্তি দেবে গ্লোবাল লিগ খেলতে যাওয়া রংপুর রাইডার্সকে। কেননা টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্য পেতে এমন মারমুখী মূর্তি তো ধারণ করতে হয় প্রতিটি ক্রিকেটারকে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম ভরসার নাম রিশাদ হোসেন। বল হাতে স্পিনিং ভেলকি কিংবা ব্যাট হাতে টর্নেডো ক্যামিও। বাস্তবতা বলছে, টি-টোয়েন্টিতে টাইগার স্কোয়াডে রিশাদই এখন খাঁটি অলরাউন্ডার। ম্যাচের শেষ মুহূর্তে তার দ্রুত গতির রানই বদলে দেয় ম্যাচের পরিস্থিতি। এবার নিজের নাম উঠিয়েছেন আইপিএলের মেগা অকশনে। বেইজ প্রাইস ৭৫ লাখ রূপি। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন বাংলার এই তরুণ লেগি?

রিশাদ হোসেন বলেন, 'নরমালি এরকম আমি কখনও মনে করি না। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না। নরমাল থাকার চেষ্টা করি। সবকিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়। মনে মনে ভাবলাম চেন্নাই কিন্তু হলো অন্য দল, সেজন্য কোনোকিছু নিয়ে আশা করি না। নরমালি কলকাতা দল ভালো লাগে। সাকিব ভাই, লিটন দাদা খেলার জন্য কলকাতা ভালো লাগে।'

ওয়েস্ট ইন্ডিজের গায়েনায় গ্লোবাল সুপার লিগ শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন রিশাদ। সিরিজ নিয়ে আলাদাভাবেই নিয়েছেন প্রস্তুতি। সুযোগ পেয়ে নিজের বোলিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন দেশের কিংবদন্তী স্পিনার মোহাম্মদ রফিকের সাথে। আর ব্যাটিংয়ের তালিম নিয়েছেন কিংবদন্তি আশরাফুলের কাছে।

রিশাদ হোসেন বলেন, 'অনেকদিন পর উনার সাথে দেখা হলো। উনি বলছিল যে ভালো হচ্ছে, ব্যাটিংকে কিছু জিনিস ট্রাই করতে বললো। আমি তার সাথে খেলছিলাম, সেজন্য বন্ডিংটাও অনেক ভালো, কাজ করে ভালো লাগছে। আশা করি সামনের খেলাগুলোতে আরও বেনিফিট পাবো।'

আজ (সোমবার, ১৮ নভেম্বর) গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়বে রংপুর রাইডার্স। গতকাল (রোববার, ১৭ নভেম্বর) মিরপুরে নিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৮ নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের বিপক্ষে মিশন শুরু করবে রাইডার্স বাহিনী

এসএস