ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ (সোমবার, ২৮ অক্টোবর) নিজেদের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

তবে মিচেল মার্শ, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিনদের ছাড়া দ্বিতীয় সারির দল নির্বাচন করেছে সিএ। মার্শ পিতৃত্বকালীন ছুটিতে থাকায় ইংল্যান্ডের বিপক্ষে ট্রাভিস হেডের নেতৃত্বে মাঠে নামে অস্ট্রেলিয়া।

এবার হেডও একই কারণে ছুটিতে থাকায় গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পাদের নেতৃত্ব কে দিবেন তা এখনও নিশ্চিত হয়নি। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির আগে ওয়ানডে সিরিজের জন্য আগেই প্যাট কামিন্সকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে জর্জ বেইলির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

আগামী ৪ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর