এদিন রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সফর নিয়ে কথা বলেন এ ক্রিকেটার। সফরে দারুণ পারফরম্যান্সের জন্য বোলারদের প্রশংসায় ভাসান তিনি। আর ব্যর্থতার দায় দেন ব্যাটারদের।
এবারের বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছে নারী ক্রিকেট দল। এর মধ্যে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় পায় বাংলাদেশ। আর পরের তিনটিতে পরাজয় দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি।