ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে নতুনত্ব নিয়ে আসতে চাই: ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল হাসানের দেশে আসতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আইন উপদেষ্টার বরাত দিয়ে বলেন, সংশ্লিষ্টতা না থাকলে মামলার প্রাথমিক তদন্ত থেকেই বাদ পড়তে পারে সাকিবের নাম। এদিকে, বিপিএলে নতুনত্ব নিয়ে আসতে চান বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।

পূর্ব-নির্ধারিত সূচীতেই আজ (রোববার, ১৩ অক্টোবর) সকালে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সময় মিরপুর স্টেডিয়ামে হয়েছে সেনা সদস্যদের মহড়া। মূলত নিরাপত্তা পরিস্থিতি দেখা এবং হুমকি মোকাবেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে সেই মহড়াই হয়েছে। তবে, স্টেডিয়ামের সুযোগ-সুবিধা নিয়ে কিছুটা অসন্তোষ জানান উপদেষ্টা। যদিও, সংস্কারের আশ্বাস মিললো তার কাছ থেকে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ যেহেতু স্টেডিয়ামগুলো দেখাশোনা করে তাই বিপিএলকে সামনে রেখে ভেন্যুগুলো সংস্কার করা হবে।’

ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দেবার মাসখানেক পরেই শুরু হবে বিপিএল। সেটিকে আরও দর্শক আকর্ষণীয় করা যায় সেদিকে মনোযোগ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির।

উপদেষ্টা বলেন, ‘এবার আমরা ভালোভাবে বিপিএল টুর্নামেন্ট আয়োজন করতে চাই।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘কিছু ভালো আইডিয়া রয়েছে যেগুলো আমরা চেষ্টা করবো কাজ করার। এই বিপিএলে আপনারা নতুন কিছু দেখতে পারবেন।’

এদিকে, ভারতে সিরিজ চলাকালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশে ফিরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান সাকিব। এজন্য নিরাপত্তা চান তিনি। এ নিয়ে বেশ কয়েকবারই কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। এবার, বললেন, দেশে ফিরতে বাধা নেই সাকিবের। তবে অলরাউন্ডারের মামলার বল ঠেলে দিলেন আইন মন্ত্রণালয়ের কোর্টে।

তিনি বলেন, ‘যদি আইনগত কোনো বিষয় থাকে, আইন তো আইনের গতিতে চলে। এ বিষয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশটাও ভালো রাখতে হবে। না হলে বাইরের দেশগুলো বাংলাদেশে আসতে নিরাপত্তার অভাবটা অনুভব করবে।’

এদিকে, গত দু'দিন ধরে মিরপুর স্টেডিয়ামে সাকিবকে খেলতে না দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছে স্থানীয় তরুণদের একটি দল।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর