নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ঠিক সময়ে মাঠে গড়ানো নিয়ে তৈরি হয় নানা জটিলতা। বাংলাদেশে হওয়ার কথা থাকলেও দেশের পরিস্থিতি বিবেচনায় ১০ দলের অংশগ্রহণে আসরটি পরে সরিয়ে নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।
নতুন ভেন্যু নতুন ছক। তবে স্বল্প সময় হলেও সেরা হবার লড়াইয়ের প্রস্তুতিতে ঘাটতি রাখার সুযোগ নেই কোনো দলের। মাঠে নামার আগে অনুশীলন আর প্রস্তুতি ম্যাচে নিজেদের দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করতে দিনরাত ঘাম ঝরিয়েছেন নারী ক্রিকেটাররা।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। যে দলের বিপক্ষে এখন পর্যন্ত চার ম্যাচ খেললেও হারের স্মৃতি নেই টাইগ্রেসদের। তবু সতর্ক অধিনায়ক।
এদিকে প্রথমবার পুরুষ ক্রিকেটের মতো সমান প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যা গেলোবারের তুলনায় দ্বিগুণ। চ্যাম্পিয়ন দল পাবে ২৮ কোটি টাকা।
তবে কাড়ি কাড়ি অর্থ খরচের আসরের উদ্বোধনীতে নেই কোনো জাঁকজমক। নারী ক্রিকেটের বড় এই আসর ঘিরে জমকালো আয়োজনে নয়, নিজেদের অর্জনে বেশি মনোযোগ বাংলাদেশ অধিনায়কের।
আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে আরও দুই দল শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।