ক্রিকেট
এখন মাঠে
0

৩৫৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে প্রথম টেস্ট জিততে গড়তে হবে বিশ্বরেকর্ড

চেন্নাই টেস্টের তৃতীয় দিনশেষে স্বাগতিক ভারতের থেকে ৩৫৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে ভারতের মাটিতে প্রথম টেস্ট জিততে হলে গড়তে হবে বিশ্বরেকর্ড। টাইগারদের ভরসা হয়ে উইকেটে টিকে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।

৬৩২ দিন পর টেস্টে ফিরেই রিশাভ পান্থের কামব্যাক সেঞ্চুরিতে ভারতের দেয়া ৫১৫ রানের পাহাড়সম টার্গেট, অন্যদিকে স্কোরবোর্ডে ১৫৮ রান তুলতেই ৪ উইকেট নেই টাইগারদের। যদিও কাগজে কলমে এখনো হারেনি বাংলাদেশ তবে ম্যাচের বাস্তবতা ভিন্ন। তৃতীয় দিনের শেষবেলায় এম এ চিদাম্বারাম স্টেডিয়ামের আকাশে কালো মেঘ ততক্ষণে ভর করেছে টাইগারদের ড্রেসিংরুমে।

বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে টাইগারদের সবচেয়ে বেশি রান করে জেতার রেকর্ডটাই যে ২১৫ রানের। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ডটাই যেখানে ৪১৮ রানের সেখানে বাংলাদেশকে করতে হবে ৫১৫। চেন্নাইয়ের লাল মাটির পিচে অশ্বিন-বুমরাহদের বোলিংয়ের বিপক্ষে যেটা প্রায় অসম্ভব হাথুরুর শিষ্যদের জন্য।

যদিও সাদা পোশাকে ভারতের মাটিতে ওপেনিংয়ে সাদমান-জাকিরের ব্যাটে প্রথমবারের মতো অর্ধশতক রানের জুটিতে ছিল প্রতিযোগিতার আভাস। কিন্তু দলীয় ৬২ রানে বুমরাহর বলে জাকিরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন সাদমান, মমিনুল, মুশফিকরা। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে টেস্টে নিজের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক শান্ত.সাকিব আল হাসানকে সাথে নিয়ে বাকি সময়ে আর কোনো বিপদ ঘটতে দেননি।

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার যে ইঙ্গিত মিলছিলো বেলাশেষে সেটা এখন অনেকটাই ম্লান। তবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পতো বাংলাদেশেরও আছে। শান্ত-সাকিবদের ব্যাটে হারার আগে হারবেনা বাংলাদেশ, প্রত্যাশা সেটাই।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর