লাল বলে সেরা সময় অতিবাহিত করছে বাংলাদেশ। এবার সাদা বলেও সাফল্য অর্জনের চ্যালেঞ্জ তাওহীদ হৃদয়-শামীম পাটোয়ারীদের সামনে। চেন্নাইতে যখন টেস্টের প্রস্তুতি নিচ্ছেন শান্ত-লিটনরা তখন মিরপুরে শামীম-হৃদয়রা ব্যস্ত টি-টোয়েন্টি অনুশীলনে।
পাকিস্তানে টেস্ট সিরিজের আগে দেশীয় কোচ সোহেল ইসলাম-তারেক আজিজদের অধীনেই লাল বলের বিশেষ ক্যাম্প করেছিলো শান্ত-লিটনরা। ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজের আগে সেই একই দৃশ্য মিরপুর স্টেডিয়ামে। কোচ সোহেল ইসলামের সান্নিধ্যে ম্যাচের আদলে চলছে সংক্ষিপ্ত ফরম্যাটের প্রস্তুতি।
বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের যে প্র্যাকটিস সেশন, সোহেল স্যার সুন্দরভাবে সাজিয়েছেন। প্র্যাকটিস ম্যাচও আছে। তো আমরা টি-টোয়েন্টির জন্য ভালো প্রিপারেশন নিচ্ছি।’
তানজিম সাকিব-আবু হায়দার রনিদের সাথে সাদা বলে অনুশীলন শুরু করেছেন ইনজুরিতে টেস্ট স্কোয়াডের বাইরে থাকা পেসার শরিফুল ইসলামও। তবে আপাতত সেটাকে পুনর্বাসনের অংশ হিসেবেই দেখছেন শরিফুল। প্রত্যাশা ট্রেইনার-ফিজিওদের সান্নিধ্যে টি-টোয়েন্টি সিরিজের আগেই ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট হয়ে উঠবেন তিনি।
শরিফুল ইসলাম বলেন, আস্তে আস্তে কাজ শুরু করছি। প্রতিদিন বোলিংও করছি। আশা করছি ২ তারিখে টিম যাওয়ার আগে ফিট হয়ে যাব ইনশাআল্লাহ।’
টানা লাল বলের ক্রিকেট খেলার কারণে সাদা বলের অনুশীলনে কিছুটা অস্বস্তি আছে তবে দ্রুতই তা কাটিয়ে সেরা ছন্দে ফেরার আশ্বাস জাতীয় দলের এই পেস বোলারের।
তিনি বলেন, অনেকদিন পর সাদা বল ধরেছি, তাই কিছুটা ডিফারেন্ট লাগছে। কিছুদিন লাল বলে খেলেছি।’
বাংলাদেশ দলের পেসার বলেন, আমরা হারাবো, আমাদের সে বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সঙ্গে ভালো করেছি। সে আশা নিয়েই ইনশাআল্লাহ চেষ্টা করবো।’