বিশ্বকাপের পর মন্তব্য ছিল লঙ্কান প্রিমিয়ার লিগ। ফ্রাঞ্চাইজি লিগ মাতিয়ে দেশে ফিরেছেন বেশ কিছু দিন আগে। আপাতত আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা নেই। কিন্তু, পেশাদার ক্রিকেটারের যে সখ্যতা রাখতেই হয় ক্রিকেটের সাথে। ফিটনেস ক্যারিয়ার জুড়ে বেশ ভুগিয়েছে তাসকিনকে। সেই ফিটনেস ঠিক রাখতেই একাডেমিতে এ স্পিড স্টারের রানিং।
টেস্ট ক্রিকেট থেকে তাসকিন দূরে আছেন। তারপরেও জানা গেছে লাল বলে এদিন বল ছুঁড়েছেন। পাকিস্তান সিরিজে তাসকিনকে দেখা যাবে কিনা সেটা আপাতত তোলায় থাক। কারণ জাতীয় দলের আগে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। খেলবে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ। 'এ' দলের সাথে লঙ্গাভাসনে নিজেদের আরও প্রস্তুত করে নিতে যাচ্ছে মুশফিক, মুমিনুলদের মতো ক্রিকেটাররা।
বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, 'মুশফিক কিন্তু ‘এ’ টিমের হয়ে যাচ্ছে। যারা এখানে যাবে তাদের জন্য টেস্ট ক্রিকেটে খুব ভালো প্র্যাক্টিসের জায়গা। বৃষ্টির কারণে এখানে প্লেয়াররা তেমন ভালো প্র্যাক্টিস করতে পারেনি। এই চারদিনের ম্যাচ ভালো একটা সুযোগ।'
সফরে সবগুলো ম্যাচ বাংলাদেশ 'এ' দল খেলবে ইসলামাবাদে। প্রথম চার দিনের ম্যাচ ১০ আগস্ট, পরেরটা ১৭ তারিখে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজে খেলবেন জাতীয় দলের এমন ৮ থেকে ৯ জন ক্রিকেটার তার আগে পাকিস্তানে যাবেন 'এ' দলের হয়ে খেলতে।
তিনি বলেন, 'পারফরম্যান্স দেখা হয়েছে আর কিছু প্লেয়ারের সুযোগ দেয়া দরকার। যেহেতু এখানে একসঙ্গে দুইটা-তিনটা খেলার সুযোগ পাচ্ছে সেক্ষেত্রে এইটা আমাদের প্লেয়ারদের জন্য ভালো সুযোগ।'
জাতীয় দল টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে ১৭ আগস্ট তার আগে বাংলাদেশ 'এ' দল যাবে ৬ আগস্ট।