ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেল ইংল্যান্ড

রেকর্ড গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেল ইংল্যান্ড। নিজেদের তৃতীয় ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পরের ম্যাচে স্কটল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি। সবমিলিয়ে সুপার এইট খেলা নিয়ে বেশ চাপেই ছিল থ্রি লায়ন্সরা।

বি-গ্রুপের ম্যাচে ওমানকে ব্যাটে পাঠালে কেউই সুবিধা করতে পারেনি। ১৩ ওভার ২ বলে মাত্র ৪৭ রানেই অল আউট ওমান। একমাত্র দুই অংকের স্কোর করেছে শোয়াইব খান।

ইংলিশদের হয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন আদিল রশীদ এছাড়া জোফরা আর্চার আর মার্ক উড নেন সমান ৩ উইকেট। স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ রানেই ২ উইকেট হারায় ইংল্যান্ড।

তবে জশ বাটলারের ৮ বলে ২৪ আর জনি বেয়ারস্টোর অপরাজিত ৮ রানে ১০১ বল হাতে রেখে জয় পায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

বলের হিসেবে যা বিশ্বকাপের সবচেয়ে বড় জয়। এতো বড় জয়েও ইংল্যান্ডের সুপার এইট খেলা এখানো নিশ্চিত নয়। সেক্ষেত্রে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে জশ বাটলারদের তাকিয়ে থাকতে হবে ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়ার বড় জয়ের দিকে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর