দলীয় ৬৩ রানে ৫ উইকেট হারায় কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেননি গ্লেন ফিলিপসও।
উইন্ডিজের হয়ে ৪ উইকেট শিকারে সবচেয়ে সফল বোলার আলজারি জোসেফ। এরপরে ৩ উইকেট নিয়েছেন গুডাকেশ মোটি।
এর আগে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে উইন্ডিজ। তবে প্রথম থেকে কিউই বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
দলীয় ৩০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। ব্রান্ডন কিং, জনসন চার্লসসহ অধিনায়ক রভম্যানও দাঁড়াতে পারেনি ব্ল্যাক ক্যাপদের সামনে।
পরে দুটি কার্যকরি জুটি গড়ে দলীয় একশ’ রান পার করেন রুথারফোর্ড। শুধু তাই নয় শেষ পর্যন্ত উইকেটে টিকে কিউইদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাঁহাতি এই ব্যাটার।
নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৪৯ রানে থামে উইন্ডিজ।