ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের বিপক্ষে ১ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু আগে প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতকে পেল বাংলাদেশ। আরও একটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পরিবর্তন চায় বোর্ড। তার আগে ১৫ মে দেশ ছাড়ার কথা আছে টিম বাংলাদেশের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিকাংশ দেশ দল ঘোষণা করলেও এখনও বাংলাদেশ ঘোষণা করতে পারেনি। তবে সবকিছু ঠিক থাকলে ১৫ তারিখ যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন ক্রিকেটাররা।

দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হতাশ করেছে ব্যাটাররা। নিজেদের ঝালিয়ে নিতে তাই শেষ সুযোগ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে হিউস্টনে। প্রেইরি ভিউ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

টাইগারদের বিশ্বকাপে প্রথম ম্যাচের ভেন্যু ডালাস থেকে হিউস্টনের দুরত্ত ২০০ মাইলের উপরে। তাই কন্ডিশনটাও অনেকটা একরকম হওয়ায় ক্রিকেটারদের মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না।

বিশ্বকাপের মূলপর্ব শুরু হওয়ার আগে প্রতিটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। আইসিসি এখনও সেই সময়সূচী প্রকাশ না করেলেও ২৮ মে ডালাসে প্রথম প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা এই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই। যদিও বিসিবি তিন ম্যাচে সিরিজ খেলার পর আর স্বাগতিকদের সাথে খেলতে চায় না। অন্য দলের সাথে যেন খেলা হয় সেই চেষ্টায় বোর্ড।

তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পাচ্ছে শক্তিশালি দল ভারত। নিউইয়র্কের ঠান্ডা আবহাওয়ায় ১ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শরু হওয়ার কথা ম্যাচটি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ খেলবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচ ৮ জুন ডালাসে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায়। আর ১০ জুন দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউিইয়র্কে শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর