ক্রিকেট
এখন মাঠে
0

আবারও ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লো আবাহনী। টানা ১৬ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জিতলো আকাশি নীলেরা। তবে, বকেয়ার টাকা নিয়ে আবাহনীর ক্রিকেটারদের কোন অভিযোগ না থাকলেও, বাকি ক্লাবগুলোর ক্রিকেটারদের লাখ লাখ টাকা বকেয়া অভিযোগ আছে। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বিসিবি বোর্ড সভাপতির।

২০২২ সালে ঘরোয়া ক্রিকেটে রানের বানে ভাসিয়ে এনামুল হক বিজয় গড়েছিলেন বিশ্ব রেকর্ড। এ মৌসুমে দ্বিতীয় আর লিস্ট 'এ' ক্রিকেটে হাঁকালেন কুড়িতম সেঞ্চুরি। তার উইলো বাজিতে ঐতিহ্যবাহী আবাহনী গড়লো রেকর্ড। পুরো মৌসুমে ১৬ ম্যাচে অপরাজিত থেকে জিতলো টানা ডিপিএল শিরোপা। 

বরাবরই প্রিমিয়াল লিগ শেষে অভিযোগ উঠে ক্রিকেটারদের বকেয়া বেতন ভাতা নিয়ে। তবে, এক্ষেত্রে ব্যতিক্রম ঢাকা আবাহনী লিমিটেড। এই ক্লাবের কোন ক্রিকেটারের অভিযোগ নেই পারিশ্রমিক নিয়ে।

জাতীয় দলের ব্যাটার মুমিনুল থেকে শুরু করে তামজিদ তামিমসহ অনেক ক্রিকেটার বকেয়া ১০ লাখ টাকার ওপরে। অভিযোগ বেশি ব্রাদার্সের দিকে। তাদের বেশিরভাগ খেলোয়াড়দের পারিশ্রমিক এখনও বকেয়া। কিন্তু প্রিমিয়ার লিগে ক্লাব ও খেলোয়াড়দের মাঝে চুক্তি হওয়ার নিয়মের বেড়াজালে আটকে ক্রিকেটাররা। সেখান বিসিবিও হস্তক্ষেপ করার সুযোগ থাকে কম।

আরেকটা ব্যাপার বেশ চোখে পড়েছে। তা হলো প্রিমিয়ার লিগে দল গড়তে ক্লাবগুলোর ব্যয় করতে হয় কোটি কোটি টাকা। কিন্তু কোটি টাকা ব্যয়ের পরেও, ডিপিএলের সর্বোচ্চ প্রাইস মানি ১২ লাখ টাকা মাত্র। 

ইএ