বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ম্যাচ মানেই যেন বাড়তি উন্মাদনা। শেষ কয়েক বছর এ দু’দলের মাঠের লড়াই ও মাঠের বাইরে ছড়িয়ে পড়ে উত্তাপ।
জাতীয় দলের শেখ মোরসালিন, কাজেম শাহ, আলামিন, মিতুল মারমা থেকে শুরু করে সুলেমান দিয়াবাতের মতো ফুটবলাররা যথেষ্ট শক্তিশালী করেছে এবারের আবাহনীকে। তবে মাঠের খেলায় যেন কোথাও কমতি আছে মারুফুল হকের শিষ্যদের। হারের পাল্লা ভারি হলেও কিংস এরেনায় বসুন্ধরা কিংসকে হারিয়ে ভাগ্যবদল করতে চায় আবাহনী।
আবাহনীর হেড কোচ মারুফুল হক বলেন, ‘নতুন প্লেয়ার নতুন সিজন আমাদের গোলও একই থাকবে। লাস্ট ম্যাচ থেকে আমরা যা শিখেছি সেগুলো আমরা এবারের ম্যাচে অ্যাপ্লাই করতে চাই। নেক্সট দুই ম্যাচে যদি আমরা ছয় পয়েন্ট জিততে পারি তাহলে আমরা শিরোপার লড়ায়ে আবার আমরা ফিরে আসব।’
আরও পড়ুন:
অন্যদিকে ছাড় দিতে নারাজ বসুন্ধরা কিংসও। ডিফেন্স থেকে আক্রমণ সব জায়গাতেই সেরা ছন্দে মারিও গোমেজের শিষ্যরা। তাছাড়া দলটিতে রয়েছে তারকার ছড়াছড়ি। যদিও আবাহনীকে সমীহ করেই মাঠে নামবে বসুন্ধরা কিংস।
বসুন্ধরা কিংস সহকারী কোচ মাহাবুব হোসেন রক্সি বলেন, ‘আবাহনী টিম সবসময় ভালো খেলে তারা চ্যাম্পিয়নের দাবিদার। অপনেন্ট হিসেবে তাদের আমরা সমীহ করি তাদের চ্যালেঞ্জ মনে করি। বারবারই বলছি ভালো টিমের সঙ্গে ভালো খেলা হয়।’
বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বলেন, ‘গতবছর আমরা লিগ আনতে পারিনি। তবে আমরা দুটি ট্রপিই জিতেছিলাম। এ বছরের টার্গেট হলো লিগ চ্যাম্পিয়ন হওয়া। ম্যাচ বাই ম্যাচ আমাদের আগাতে হবে।’
৭ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে আবাহনী। অন্যদিকে ৭ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।





