ক্রিকেট
এখন মাঠে
0

প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। জয়টা প্রত্যাশিতই ছিল। তবে টাইগারদের অপেক্ষা বাড়িয়েছে বেরসিক বৃষ্টি। যদিও ডিএল মেথডের কবলে পড়তে হয়নি স্বাগতিকদের।

২০ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ১২৫ রান। সহজ টার্গেটের ম্যাচে লিটনের সাথে ওপেনিংয়ে নামেন অভিষিক্ত তানজিদ তামিম। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যর্থ লিটন দাস। রানের খাতা খুলেই বিদায় নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

আরেক প্রান্তে থাকা তামিমকেও চটজলদি প্যাভিলিয়নের পথ ধরতে হতো। তবে ভাগ্য সহায় থাকায় তা হয়নি। খানিকবাদে আবারও জীবন পান তিনি। আর সেটাই কাজে লাগান এই ওপেনার। নিজের প্রথম ম্যাচে বেশ কয়েকটি নান্দনিক শট উপহার দেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ক্রিজে সেট হয়ে এদিন ফিফটিও হাঁকান বাহাতি ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে তার ফিফটিতেই মামুলি টার্গেট তাড়া করে লাল-সবুজের দল। অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের হয়ে অর্ধশতক করা দ্বিতীয় ক্রিকেটার তামিম। তার আগে এই কীর্তি গড়েন জোনায়েদ সিদ্দিকী।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পথ সহজ করে দেন বাংলাদেশি বোলাররা। সফররতরা শুরুটা ভালো করলেও টাইগারদের বোলিং তোপে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়। তাসকিন-সাইফউদ্দিন আর মাহেদীর দাপুটে বোলিংয়ের কাছে অসহায়ই ছিল জিম্বাবুয়ের ব্যাটিং ইউনিট।

৪১ রানে ৭ উইকেট হারানোর পর নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। তবে মাদানদে আর মাসাকাদজা তা হতে দেননি। দু'জনের পঞ্চাশোর্ধ্ব রানের জুটির মাধ্যমে ১২৪ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। এদিন ১৪ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন আহমেদ। ১৮ মাস পর দলে ফিরে সমান উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।