আইপিএল অনেক ক্রিকেটারকে রাতারাতি কোটিপতি বানিয়েছে। অঢেল অর্থের বিনিময়ে ক্রিকেটারদের কিনেও অনেক সময় ফ্রাঞ্চাইজিগুলো প্রত্যাশা মতো ফল পায় না। এই যেমন চলতি আসরেই মিচেল স্টার্ক, স্যাম কারেন, ক্যামেরন গ্রিনদের মিলিয়ন ডলারে দলে ভেড়ালেও প্রায় ম্যাচেই জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন তারা।
অন্যদিকে তুলনামূলক কম মূল্যে কিনেও অনেকে অবদান রাখছেন দলগুলোর ম্যাচ জয়ে। এর মধ্যে উপরের দিকে থাকবেন বাংলাদেশের মোস্তাফিজ। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই তাকে পেয়ে যায় চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরেন এই টাইগার পেসার। একাই ৪ উইকেটে নিয়ে হোন ম্যাচসেরা। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট। আছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায়।
চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রাজস্থান রয়্যালস। দলটির হয়ে এবার সবচেয়ে বেশি আলো কেড়েছেন রায়ান পরাগ নামের ভারতীয় তরুণ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটারকে রাজস্থান কিনেছিলো ৩ কোটি ৮০ লাখ রুপিতে। এখন পর্যন্ত ব্যাট হাতে ১৬১টির বেশি স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩১৮ রান। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান দুইয়ে।
আসরে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই দিল্লি ক্যাপিটালস। তবে দলটির দক্ষিণ আফ্রিকান ব্যাটার ট্রিস্টান স্ট্যাবসের ব্যাট হাসছে। মাত্র ৫০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় ক্যাপিটালরা। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৯০ স্ট্রাইক রেটে তিনি সংগ্রহ করেছেন ১৮৯ রান। আসরে তার রান তোলার গড় ৬০ এর বেশি।
এবারের আসরে প্রচুর রান ওঠায়, সাফল্যের দেখা পাচ্ছেন না বোলাররা। তবে ব্যতিক্রম লোকাল বয় মায়াঙ্ক ইয়াদব। তার বোলিং ঝড়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভিত নাড়িয়ে দিচ্ছে লখনৌ জায়ান্ট। আর এই বোলারকে পেতে দলটির মোটে ২০ লাখ রুপি খরচ হয়েছে। প্রায় দেড়শো কিলোমিটার গতিতে বল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মায়াঙ্ক ইয়াদব।