ক্রিকেট
এখন মাঠে
আইপিএলে সবচেয়ে ব্যয়বহুল দল লখনৌ
আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল দল কোনটি? অনেকের মনে হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস কিংবা কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলো। তবে অবাক করা বিষয় এর কোনটিই নেই এই তালিকার প্রথম স্থানে। প্রায় ৮ হাজার কোটি রুপির বিনিময় কেনা লখনৌ সুপার জায়ান্টস এই মুহুর্তে আইপিএলের সবচেয়ে দামি দল।

আইপিএলের শুরুর পর থেকেই আলাদাভাবে জায়গা করে নিয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। সময়ের সাথে সাথে সেই আবেদন বেড়েছে পাল্লা দিয়ে। ফলে বৈশ্বিক বাজারেও এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির মূল্য বেড়েছে বহুগুণ।

মজার ব্যাপার একটা দল গঠনে কোটি কোটি টাকা ব্যয় করেও বিগত ১৬ বছরে কোনো লোকসানের মুখ দেখেনি ফ্রাঞ্চাইজি মালিকরা। তাইতো স্বাভাবিকভাবেই আইপিএলে বিনিয়োগের জন্য মুখিয়ে থাকে নামিদামি সব প্রতিষ্ঠান। আর এসব মিলিয়ে প্রতি বছর দলগুলোর মালিকানা প্রতিষ্ঠানেরও দাম বাড়ে হু হু করে।

এখন পর্যন্ত আইপিএলের মালিকানা পেতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে লখনৌ ফ্রাঞ্চাইজি। ২০২২ সালে প্রায় ৮ হাজার কোটি রুপির বিনিময় দলটির মালিকানা কিনে নেয় আরপিএসজি গ্রুপ। যা তারা এখনেও ধরে রেখেছে।

ব্যয়বহুলের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে গুজরাট টাইটানস। প্রথম আসরেই চমক দেখিয়ে শিরোপা জেতা দলটি কিনেছে সিভিসি ক্যাপিটালস। গুজরাটের মালিকানা পেতে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ৫ হাজার ৬০০ কোটি রুপি।

আইপিএলের শুরু থেকেই আছে আসরটির অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির মালিকানাও আছে ভারতের ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপ। নীল জার্সিদের বর্তমান বাজার দর আছে সাড়ে ৮০০ কোটি রুপি।

দলগত সাফল্য না পেলেও বিভিন্ন খাত থেকে ব্যাপক অর্থ আয় করে ভিরাট কোহলির দল আরসিবি। মুম্বাইয়ের মতো এই দলটিও আছে আইপিএলের শুরুর লগ্ন থেকে। কোহলি, ফাফ ডু প্লেসিদের নিয়ে গড়া দলটির বাজার মূল এখন ৮৪৫ কোটি রুপি।

এছাড়া চেন্নাইয়ের বর্তমান বাজার ৪ হাজার ২০০ কোটি রুপি। আর বাজার মূল্যের তালিকায় নিচের দিকে রয়েছে কলকাতা, রাজস্থান, দিল্লি, হায়দারাবাদ, পাঞ্জাব।

এমএসআরএস