ক্রিকেট
এখন মাঠে
আইপিএলে ১৬ বছর বয়সী আফগান স্পিনার
মাত্র ১৬ বছর বয়সেই আইপিএলে ডাক পেলেন আফগান ক্রিকেটার মোহাম্মদ গাজানফার। প্রায় ২৭ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্বদেশী মুজিব উর রহমান ইনজুরিতে পড়ায় সুযোগ পেয়েছেন এই তরুণ স্পিনার।

আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ গাজানফারের চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে। এ মাস শেষ না হতেই আরও একটি সুখবর পেলেন ১৬ বছর বয়সী এই স্পিনার। যার হাত থেকে ওয়ানডে অভিষেকের ক্যাপ নিয়েছিলেন, তার বদলি হিসেবেই ডাক পেলেন আইপিএলে।

মুজিব উর রহমান এর চোট এখনও সেরে উঠেনি। ফলে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন আফগান এই রহস্যময় স্পিনার। তার সার্ভিস না পাওয়ায় গাজানফারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা তাকে দলে নিতে খরচ করেছে প্রায় ২৭ লাখ টাকা। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

অবাক হলেও সত্যি যে, জাতীয় দলের হয়ে এখন অব্দি টি-টোয়েন্টি খেলা হয়নি। আর যে দু'টি ওয়ানডে খেলেছেন, তাতে নেই কোনো উইকেট। প্রশ্ন জাগতে পারে, বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগে গাজানফার তাহলে ডাক পেলেন কীভাবে?

চলতি বছর আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন এই স্পিনার। এবারের আসরে আফগানদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। সেখানে মোট আট উইকেট পেয়ে নজর কাড়েন তরুণ তুর্কি গাজানফার।

তরুণ এই স্পিনারের প্রিয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ে ভারতীয় অলরাউন্ডারকেই আদর্শ মানেন গাজানফার। বোলার হিসেবে আইপিএলে ডাক পেলেও ব্যাট হাতে মুন্সিয়ানা দেখাতে জানেন। তা প্রমাণ করেছেন যুবাদের বিশ্বকাপে।

এমএসআরএস