ক্রিকেট
এখন মাঠে
0

'দল নির্বাচনে প্রাধান্য পায় ব্যক্তিগত পছন্দ'

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচনে ব্যক্তিগত পছন্দের বেশি প্রাধান্য দেয়া হয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এছাড়া ক্রিকেটার নির্বাচনেও খুব বেশি প্রতিযোগিতা নেই বলে জানান বিসিবির সাবেক এই নির্বাচক।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে টিম বাংলাদেশ। বিমান বন্দরে দলকে বিদায় জানাতে ভক্ততের ছিলো উপচে পড়া ভীড়।

দল দেশ ছাড়লেও নির্বাচন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এক সাইফউদ্দিনকে বাদ দেয়াতেই শুরু হয়েছে মন্তব্য। তবে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ মনে করেন দল নির্বাচন নিয়ে পারফর্ম্যান্সের চেয়ে প্রধান্য দেয়া হয় ব্যক্তিগত পছন্দের।

তিনি বলেন, 'আমার মনে হয় গত কয়েক বছরে দলের মধ্যে অনেক ধরনের পরিবর্তন দেখেছি। যেগুলোর কোনো ব্যাখ্যা অন্তত আমার কাছে ছিল না। মনে হত যে ১০ বা ১২ জন মিলে দল করছে। করও কারও পছন্দের খেলোয়াড় চলে আসছে। আবার যে ছেলেটা ভালো খেলোয়াড়, দলে চান্স পেতে পারে, সে কিন্তু খেলতে পারছে না।'

ব্যাকআপ ক্রিকেটার থাকায় বাদ পড়েছেন সাইফউদ্দিন। এদিকে টানা খারাপ খেলেও দলে লিটন-শান্ত। কারণটা কী তাহলে পাইপলাইনে ক্রিকেটার সংকট? আর সে সমস্যা না থাকলেই কী বাদ পড়তের তারা?

শান্ত বলেন, 'লিটন এবং আমার কথা যদি বলেন, অনেকে মনে করতে পারে অযুহাত হতে পারে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা আমরা খেললাম, আমার মনে হয় না খুব ভালো উইকেটে আমরা খেলেছি। আমরা রানে থাকলে দলের জন্য অবশ্যই বাড়তি একটা সুবিধা হয়। আমাদের উচিত প্রতিদিন রান করা।'

দল নির্বাচন নিয়ে কাটাছেড়া হচ্ছে, হবে। কিন্ত সবার প্রত্যাশা বিশ্বকাপে ভালো খেলুক বাংলাদেশ। অন্তত বিশ্ব আসরের গ্রুপ পর্ব পার করবে এবার এমনটাই প্রত্যাশা সবার।

এসএস