ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান তাসকিন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে বেশ আশাবাদী টাইগার সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। আসরটিতে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে হতে চান সর্বোচ্চ উইকেট শিকারি। আর বিশ্বকাপের মতো মঞ্চে দলের সহ-অধিনায়ক হতে পেরে রোমাঞ্চিত এই স্পিডস্টার।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর ঘিরে যখন একে একে দল ঘোষণা করেছিলো দেশগুলো। ঠিক তখনও বাংলাদেশ দলের স্কোয়াড নিয়ে চলে ধোয়াশা। এর অবশ্য একটাই কারণ তাসকিনের চোট।

এবার ভাগ্য বিধাতা সহায় হয়েছেন। তাসকিন শুধু দলের সাথে যাচ্ছেনই না। সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন তিনি। আর এভাবে ফিরে আশায় বেশ রোমাঞ্চিত এই তারকা ক্রিকেটার। শুনিয়েছেন তার অনুভূতির গল্প।

তাসকিন বলেন, 'দল দেয়াটা যখন পিছিয়েছে তখন একটা জিনিসই মনে পড়েছে যে ২০১৯ বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। এই বিশ্বকাপে আমার জন্য দল ঘোষণা ২ দিন দেরি করে দিয়েছে। খেলোয়াড় হিসেবে এটা আমার জন্য গর্বের মোমেন্ট। চেষ্টা করবো এই সম্মানটার ভ্যালু দেওয়ার।'

প্রতি বিশ্ব আসরের আগেই ক্রিকেটারদের কন্ঠে থাকে বড় প্রত্যাশার সুর। এবারও তার ব্যত্য় ঘটেনি। এবারের দল নিয়ে আশাবাদি তাসকিন। তবে আপাতত সহ-অধিনায়কের লক্ষ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা।

তিনি বলেন, 'আমাদের দল দ্বিতীয় রাউন্ডে উঠবে বলে আমি আশা করি। যদিও প্রথম দুইটি ম্যাচই বড় ম্যাচ। টি-টোয়েন্টিতে বলা যায় না যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তাই নেদারল্যান্ডস আর পোলকেও হালকা করে নেয়ার কিছু নেই।

সবকিছু ঠিকঠাক থাকলে আসরের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারেন তাসকিন। সুযোগ পেলে নিজের পুরোটা নিঙড়ে দিতে প্রস্তুত তিনি। তবে শুধু একাই নয়, মোস্তাফিজকে সঙ্গে নিয়েই হতে চান দলের সর্বোচ্চ উইকেট শিকারি।

ইনজুরির কারণে যতবার ছিটকে গেছেন ঠিক ততোবারই আরও শক্তিশালী হয়ে ফিরেছেন এই পেসার। এবার আরও একবার ফিরে আসা। দলকে এই বিশ্বকাপে কতোটুকু দিতে পারেন সেটাই এখন দেখার।

এসএস