ক্রিকেট
এখন মাঠে
আইপিএলে কোন দলের মালিক কে?
আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। এবারের আসরে শিরোপা লড়াইয়ের জন্য খেলবে দশটি দল। তবে কোন ফ্রাঞ্চাইজির মালিকানায় কারা? সেই সঙ্গে এই আসরে কোন দলের ব্যয় কতো হয়েছে?

ক্রিকেট বিশ্বে সবচেয়ে আকর্ষণীয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট কোনটি? একবাক্য সবাই বেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কথা। শুধু আকর্ষণীয় নয় সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টও এটি। সময়ের সাথে সাথে যেমন বেড়েছে অংশ নেয়া দলের সংখ্যা, একই সাথে বাড়ছে দলগুলোর বিনিয়োগ।

৮ দল থেকে আইপিএল এখন ১০ দলের আসর। ভারতীয় সিনেমা জগতের তারকা ও ধন কুবেরদের অধীনেই বেশিরভাগ ফ্রাঞ্চাইজি দল। এরমধ্যে কলকাতা, পাঞ্জাব, মুম্বাই অন্যতম। এর বাইরের দলগুলোর কর্ণধারীরাও বেশ প্রভাবশালী। আর এসব কর্ণধারদেরই বা ক'জন জানে?

এই যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক রিলায়েন্স গ্রুপ। এই গ্রুপের মালিক মুকেশ আম্বানি। যদিও আইপিএল মুম্বায়ের দেখভাল করেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি। এবারে আসরে দলটি ব্যয় করেছে প্রায় ৯৯ কোটি রুপি।

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। এর এই দলটির স্বত্বাধিকারী ইন্ডিয়ার সিমেন্টের মালিক শ্রীনিভাস। যিনি সাবেক আইসিসির চেয়ারম্যানও। চেন্নাইয়ের চলতি আসরে সবচেয়ে দামি ক্রিকেটার কিউই ড্যারলি মিচেল। চেন্নাইয়ের ডেরায় কিউই এই অলরাউন্ডারকে ভেরাতে ব্যয় হয়েছে ১৪ কোটি রুপি।

বারবার শক্তিশালী দল গঠনেও সাফল্য না পাওয়া রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর কর্ণধর প্রথমেষ মিশরা। যিনি একইসাথে ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিক। এবারের আসরে সাড়ে ১৭ কোটি রুপিতে ক্যামরুণ গ্রিনকে কিনেছে আরসিবি।

কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল হিসেবে পরিচিতি লাভ করলেও এই দলের আরেক কর্ণধর হলের জুহি চাওলা। চলতি সবচেয়ে বেশি ২৫ কোটি রুপিতে মিচেল স্টার্ককে নিয়েছে কলকাতা।

সর্বোচ্চ দামে খেলোয়াড় কেনার তালিকায় দ্বিতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দারাবাদ। এবারের আসরে অজি অধিনায়ক পাট কামিন্সকে ২০ কোটি রুপিতে নিয়েছে দলটি। হায়দারবাদের স্বত্বাধিকারী সান নেটওয়ার্ক। আর এর মালিক কালানিথি মরান।

এছাড়া দিল্লি ক্যাপিটালসের মালিক কিরান কুমার, গুজরাট টাইটেনের মালিক সিদ্ধার্থ প্যাটেল, কিংস এলিভেন পাঞ্জাবের কর্ণধর প্রিতি জিনতা আর রাজস্থান ও লখনৌয়ের মালিক যথাক্রমে মনজ বাদলা ও মহিত বর্মন।

এমএসআরএস