এক সময় নারী ক্রিকেট দলের ঘরোয়া কিংবা আন্তজার্তিক টুর্নামেন্টে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর আগ্রহ ছিল শূণ্যের কোটায়। সেই আক্ষেপও ছিল নারী ক্রিকেটারদের মাঝে। তবে জ্যোতি, ফারজানাদের চেষ্টায় একের পর এক সাফল্যে সে জায়গার পরিবর্তন হয়েছে ব্যাপকহারে।
তবে এতদিন এককভাবে নারী ক্রিকেটারদের পৃষ্ঠপোষকতা করেনি কোনো স্পন্সর প্রতিষ্ঠান। এবারই প্রথমবারের মতো নারীদের কিটের স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে বিসিবি। টাইগ্রেসদের জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করছে স্পন্সর প্রতিষ্ঠান কোকাকোলা। বিশ্বমানের এই প্রতিষ্ঠান নারীদের স্পন্সর হওয়াটাও একটা সাফল্য হিসেবেই দেখছেন অধিনায়ক।
জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, 'আমরা যখন নিয়মিত ক্রিকেট খেরতাম না তখন কিন্তু ওতটা স্পন্সর আসতে চাইতো না। এখন আমরা নিয়মিত ক্রিকেট খেলছি সেজন্য সবারই আগ্রহ বেশি। সাফল্য আসলে আস্তে আস্তে সবকিছুই আসে। মনে করি শুধু কোকাকোলা না। আরও অনেকেই আসবে।'
নারীদের ক্রিকেটের উন্নতি এবং সর্বপরিসরে আগ্রহ বাড়াতে তাদের পাশে থাকার কথা জানান স্পন্সর প্রতিষ্ঠান।
কিট স্পন্সর হিসেবে কোকাকোলার জার্সিতে নারী দল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাঘিনীরা।
এদিকে জাতীয় নারী দলের কিট স্পন্সর হওয়ার পাশাপাশি ২ বছরের জন্য পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ দলসহ সব ফরম্যাট ও ক্যাটাগরিতে বিসিবির অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবেও পাশে থাকবে স্পন্সর প্রতিষ্ঠানটি।