বিশ্বকাপ জিতে বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দল

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবারের মতো বিশ্বকাপ জিতলো ভারত | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ শিরোপা জয়ের পর বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে ভারতের নারী দল। এক রাতেই বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকার অর্থ পুরস্কার নিশ্চিত করেছে ভারত। এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানির পরিমাণটা ছিল অন্য যেকোনো বারের চেয়ে বেশি।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডের শ্রেষ্ঠত্ব পেয়েছে ভারতের নারী দল। সে সুবাদে আইসিসির পক্ষ থেকে টুর্নামেন্ট প্রাইজমানি হিসেবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার পাচ্ছে ভারত। যা বাংলাদেশের মুদ্রায় ৫৪ কোটি ২৬ লাখ টাকার সমান।

আরও পড়ুন:

তবে এরচেয়ে বড় অঙ্কের পুরস্কার আসছে নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গণমাধ্যমে জানান, বিশ্বকাপ জয়ের সুবাদে ৫১ কোটি রুপি পুরস্কার দেয়া হবে হারমানপ্রীত-স্মৃতি মান্ধানাদের। বাংলাদেশের মুদ্রায় এটি ৭০ কোটি ৪৪ লাখ টাকার কিছুটা বেশি।

ইএ