ক্রিকেটার জাহানারার অভিযোগকে ভিত্তিহীন বললেন অভিযুক্ত মনজুরুল

জাহানারা আলম ও মনজুরুল ইসলাম
জাহানারা আলম ও মনজুরুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ নারী ক্রিকেটার জাহানারা আলম যৌন হয়রানির যে অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম। গতকাল (শুক্রবার, ৮ নভেম্বর) এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগের ব্যাপারে কথা বলার সময় তিনি এমন দাবি করেন।

এর আগে এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় মনজুরুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। সেখানে নারী ক্রিকেট নিয়ে আপত্তিকর ও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

আরও পড়ুন:

এরপরেই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় এ বিষয়টি। এরই মধ্যে অভিযোগের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা। সেখানে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আয়তায় আনার দাবি জানান।

এসএইচ