ডব্লিউপিএলের নিলামে বাংলাদেশি তিন নারী ক্রিকেটারের নাম

ডব্লিউপিএলের লোগো
ডব্লিউপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

নারী ক্রিকেটারদের নিয়ে ভারতে নিয়মিত আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামের এ টুর্নামেন্টের আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। নিলামে খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার।

সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে ডব্লিউপিএলের নিলামের তালিকায় জায়গা করে নিয়েছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান। তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ৩০ লাখ ভারতীয় রুপি।

আরও পড়ুন:

নিলামে এ তিনজনের যে কেউ দল পেলে আসন্ন ডব্লিউপিএলই হবে তাদের প্রথম আসর। নারী আইপিএল নামে পরিচিত এ টুর্নামেন্টের মেগা নিলামে সবমিলিয়ে ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মাঝে দল পাবেন ৭৩ জন।

৮৩ জন বিদেশি ক্রিকেটার তালিকাভূক্ত হলেও সর্বোচ্চ ২৩ জন দল পাবেন। ফলে নারী আইপিএলের এবারের আসরে খেলতে হলে এ ২৩ জনের মাঝে থাকতে হবে মারুফা-রাবেয়াদের।

এসএইচ