ভারতে খেলতে এসে শ্লীলতাহানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল
অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। তাদের অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে একজনকে আটক করেছে ইন্দোর পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে হোটেল থেকে হেঁটে একটি ক্যাফেতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

ভারতের একাধিক গণমাধ্যম জানায়, ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে টিম হোটেলের বাইরে দুজন নারী ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণ করেন এক মোটরসাইকেল আরোহী যুবক। দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার সেসময় একটি ক্যাফেতে যাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:

ঘটনার পরপরই ওই দুই ক্রিকেটার একটি ‘এসওএস’ নোটিফিকেশন পাঠান এবং দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেন। সিমন্স স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত তাদের উদ্ধারের জন্য গাড়ি পাঠান।

ঘটনার পরপরই স্থানীয় পুলিশে অভিযোগ জানান সেই দুই ক্রিকেটার। প্রত্যক্ষদর্শীর সহায়তা নিয়ে রাতেই সন্দেহভাজন একজনকে আটক করেছে ইন্দোর পুলিশ। তবে এ বিষয়ে আইসিসির কাছে কোনো প্রকার অভিযোগ করা হয়নি।

ইএ