ক্রিকেট
এখন মাঠে
0

শেন ওয়াটসনকে ২০ লাখ ডলারের প্রস্তাব পিসিবি'র

পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে শেন ওয়াটসনকে পেতে বছরে ২০ লাখ মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে পিসিবি। এতো মোটা অঙ্কের প্রস্তাব পেয়েও এখনো সম্মতি দেয়নি অস্ট্রেলিয়ান সাবেক এই ক্রিকেটার। তবে ওয়াটসনকে না পেলে বিকল্প হিসেবে ড্যারেন স্যামি কিংবা মাইক হেসনের দারস্থ হতে পারে পাকিস্তান।

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। পিছিয়ে নেই পাকিস্তানও, ক্রিকেট দলের নতুন প্রধান কোচের খোঁজে ব্যস্ত পিসিবি।

গেল নভেম্বর থেকে দেশটির প্রধান কোচের পদটি খালি পড়ে আছে। ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে গ্র্যান্ট ব্যার্ডবার্নকে অব্যাহতি দেয় পিসিবি। এরপর অভ্যন্তরীণ সময়ের জন্য দায়িত্ব দেয়া হয় দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মাদ হাফিজকে। তাকেও গেল মাসে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পিসিবি।

শুধু তাই নয়, পরিবর্তন আসে পিসিবির শীর্ষ পদেও। চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব নেয় মহসিন নাকভি। তিনি এসেই দলের প্রধান কোচ খোঁজার কাজে নেমে পড়েছেন। তার প্রথম পছন্দ অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন। আর এজন্য তাকে বছরে ২০ লাখ মার্কিন ডলার দিতেও প্রস্তুত পিসিবি। যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোচ বেতনে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড হবে।

তবে এতো মোটা অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েও সম্মতি দেয়নি ওয়াটসন। মূলত পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকতে হবে এটার কারণেই পাকিস্তানের কোচ হতে অনীহা তার। এছাড়া অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা নেই ওয়াটসনের। তবে আইপিএল, পিএসএলের মতো ফ্রাঞ্চাইজি দলগুলোর কোচ হিসেবে কাজ করেছেন সাবেক এই অজি অধিনায়ক।

তবে ওয়াটসনকে কোচ হিসেবে না পেলে পিসিবির বিকল্প ভাবনায় আছে ক্যারিবিয়ান ড্যারেন স্যামি ও নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর