এবার অশ্বিনের স্পিনে কুপোকাত হয়েছে অতিথিরা। যে কারণে পঞ্চম ও শেষ টেস্ট ইংল্যান্ড হেরেছে ইনিংস ও ৬৪ রানের বড় ব্যবধানে।
ধর্মশালায় ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ইংলিশদের। দলীয় ২১ রানে প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার ডাকেট ও জ্যাক কাউলিন।
অশ্বিনের স্পিন বিষে হাল ধরতে ব্যর্থ হয়েছেন অলিও পপ, বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস। ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অতিথিরা। বাকিরা প্রতিরোধ গড়তে ব্যর্থ হলে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৯৫ রানে।
ক্যারিয়ারে ৩৬তম বারের মতো পাঁচ উইকেট শিকার করেন রবিচন্দ্র অশ্বিন। ইনিংস ও ৬৪ রানের বিশাল জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ধসিয়ে দেয়া কুলদিপ যাদভ ও সিরিজ সেরা হয়েছেন দুর্দান্ত ব্যাট করা জয়শাল।
এ সিরিজ জয়ের মধ্যে দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো টিম ইন্ডিয়া।