লঙ্কানদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিচ নিয়ে বেশ উদ্বিগ্ন টাইগার অধিনায়ক শান্ত ও হেডকোচ হাথুরু। সিরিজ নির্ধারণী লড়াই সামনে রেখে গুরু-শিষ্য মিলে পিচের সামনে লম্বা সময় ধরে আলোচনা করেন।
সিলেটের উইকেটে ব্যাটিং ঝলক দেখিয়ে সিরিজে সমতা এনেছেন শান্ত-সৌম্যরা। তারপরও পিচ নিয়ে কোচ-অধিনায়কের কেন এতো আলোচনা? তা বুঝা গেল হাথুরুর কথায়।
চন্ডিকা হাথুরুসিংহে বলেন, 'আমরা আমাদের গেইম পরিকল্পনা কাজে লাগানোর চেষ্টা করবো। যদিও শ্রীলংকা টি-টুয়েন্টিতে ভালো দল। কিন্তু আমরা খেলায় মনোযোগ দিতে চাই।'
গেলো ম্যাচে ইকোনমির দিক দিয়ে সবচেয়ে সফল ছিলেন পেসার শরীফুল। ইনফর্ম এ ক্রিকেটারের ইনজুরি নিয়ে জেগেছিলো শঙ্কা। তবে তাকে নিয়ে আশার খবর শোনালেন হেডকোচ।
হাথুরু আরও বলেন, 'প্রতিটা খেলায় সে লিডিং বোলার হিসেবে খেলে থাকে। সে বিপিএলে বল খুব ভালো সুইং করিয়েছে। আগামী ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখবে।'
অভিজ্ঞ রিয়াদ আর সদ্য অভিষেক হওয়া জাকের আলী অনিক রয়েছেন দারুণ ফর্মে। শেষ ম্যাচেও তাদের দিকে থাকছে টিম ম্যানেজম্যান্টের ফোকাস।
শুক্রবার নির্ধারিত অনুশীলনে বাংলাদেশের প্রায় সবাই উপস্থিত ছিলেন। কেউ কেউ অবশ্য শুধু ওয়ার্মআপ করেছেন। সিরিজে সমতা থাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ ম্যাচটি রূপ নিয়েছে 'অঘোষিত' ফাইনালে।