ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে পাঁচ ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা । কিন্তু দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে সিরিজটা হবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের।
এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানের খেলার কথা ছিল ৩ ওয়ানডে সিরিজ। সেটাও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মিরপুরে এই ৩ ম্যাচ হবে ২০,২২ ও ২৪ জুলাই।