টেস্টের প্রথম দিনটা ভারতের। বোলিংয়ের পর ব্যাটিংয়ে তাদের দাপট। দিনশেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৮৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ইংলিশদের ২১৮ রানের জবাবে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৩৫ রান।
ধর্মশালায় টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ইংলিশরা। তবে দলীয় ৬৪ রানে হারাতে হয় ফর্মে থাকা বেন ডার্কেটের উইকেট। ইনিংস লম্বা করতে পারেননি অলিও পপ ও জো রুট। কুলদিভ ইয়াদভের স্পিনে কাটা পড়েন অধিনায়ক বেন স্টোকস ও জনি বেয়ারস্টো।
তবে উইকেট আগলে থাকা ওপেনার জ্যাক কাউলি ৭৯ রানে আউট হলে ২১৮ রানে গুটিয়ে যায় অতিথিরা। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট নেন কুলদিভ। জবাব দিতে নেমে ভারতের শুরুটাও দুর্দান্ত। ওপেনিং জুটিতে আসে ১০৪ রান। তবে ফর্মে থাকা জয়সাল ফিফটি করে ফিরলেও দিনশেষে অধিনায়ক রোহিত শর্মা ৫৭ ও শুভমান গিল ২৬ রানে অপরাজিত আছেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ এ আগেই নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।





