ম্যাচের ৫ম দিনে চার উইকেট হাতে নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। জিততে হলে শেষ দিন ইংলিশদের করতে হতো ২২৮ রান।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার দরকার ছিলো ৪ উইকেট। জেমি স্মিথ আর উইল জ্যাক ৭ম উইকেট জুটিতে নিজেদের অভিজ্ঞতার প্রদর্শনী খুব ভালোভাবেই দেখাতে থাকেন।
আরও পড়ুন:
আক্রমণাত্মক হয়ে ওঠা জেমিকে ফেরান স্টার্ক। আউট হওয়ার আগে এ ইংলিশ ব্যাটার করেন ৬০ রান। এরপর ৮ম উইকেটে বড় জুটি পায় ইংল্যান্ড। কার্সকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন উইল জ্যাক।
তবে তিনি আউট হলে অন্য ব্যাটাররা নিজেদের কাজটা ঠিকঠাক পালন করতে পারেননি। এ ম্যাচের দুই ইনিংসেই ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি হয়েছেন ম্যাচসেরা।





