ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

সিরিজ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন জয়ের কোনো বিকল্প নেই। এমন সমীকরণ নিয়ে বুধবার (৬ মার্চ) শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিলেটের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সদ্য বিপিএলে পারফর্ম করা ব্যাটাররাও বাংলাদেশকে জেতাতে পারেনি। যদিও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল শান্তর দল। কিন্তু ভাগ্য সহায় না থাকায় তীরে এসে তরী ডুবেছে টিম টাইগার্সের। প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশের সিরিজে ফেরার সুযোগ দেখছেন লঙ্কান কিংবদন্তী সনাৎ জয়াসুরিয়া।

তিনি বলেন, 'যেহেতু ঘরের মাটিতে খেলা সেহেতু টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ফেরার সুযোগ আছে। আর সিরিজটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।'

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত টপ অর্ডারদের হারিয়ে শুরুতেই চাপে পড়ে লাল-সবুজের দল। কিন্তু অভিজ্ঞ রিয়াদ আর অভিষিক্ত জাকের আলী অনিক মিলে সেই চাপ সামাল দেন। ম্যাচে এভাবে ফিরে আসার প্রশংসা করেছেন লঙ্কান সাবে এক অধিনায়ক।

জয়াসুরিয়া বলেন, 'নির্দিষ্টভাবে কারও খেলা দেখা হয়নি। তবে চাপে পড়েও বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরেছে। এটা দলটির জন্য ইতিবাচক।'

দ্বিতীয় ম্যাচের আগের দিন দু'দলের কোনো অনুশীলন ছিল না। তবে স্বাগতিক দলের কয়েকজন ক্রিকেটার জিম সেশন করতে টিম হোটেল থেকে বেরিয়েছিলেন। হয়তো সিরিজ বাঁচানোর ম্যাচ নিয়ে তারা বেশ সিরিয়াস।

প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের ব্যার্থতা আর বোলারদের খরুচে বোলিং, এ দুইয়ে মিলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। সে ভুল থেকে যদি শান্তরা শিক্ষা না নেয় তাহলে যে পরের ম্যাচেও তাদের আটকে তাকতে হবে গারের বৃত্তে তা বলাই যায়।

এসএস

আরও পড়ুন: