বুথের সামনে সামনে থেকে যতদূর চোখ যায় কেবল মানুষ আর মানুষ। একটা টিকিটের জন্য মানুষের এমন দীর্ঘ সারি। কেউ এসেছেন সাতসকালে, কেউবা আগেরদিন রাত থেকে। অপেক্ষা করছেন টিকিটের জন্য।
দর্শকরা বলেন, 'এখানে মানুষগুলো রৌদ্রে দাঁড়িয়ে যে কষ্ট করছে, বিসিবির কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাইনি এখন পর্যন্ত। কেউ আসলে জানেই না আদৌ আমরা টিকেট পাবো কিনা।'
তবে কাঙ্খিত টিকিট মেলেনি অনেকের। সকাল ৯টা থেকে টিকিট দেয়ার কথা থাকলেও, বেলা গড়িয়ে দুপুরেও টিকিট দিতে পারেনি সংশ্লিষ্টরা। ঝাঁঝালো রোদে পুড়ে, টিকিট না পাওয়ার হতাশায় পুড়ছেন সাধারণ দর্শকরা। অনেকে অসুস্থও হয়ে টিকেটের আশা ছেড়ে দিয়েছেন।
আরেক টিকিট প্রত্যাশী বলেন, 'সকাল ৭টায় এসে তিন নাম্বার গেটের সিরিয়ালে দাঁড়িয়েছি। এরপর সামনের দিকে আসতে আসতে এক নাম্বার গেটের দিকে আসছি কিন্তু এসে দেখি কোনো লাইন নেই।'
আরেকজন বলেন, 'টিকিট ব্লাকে বিক্রি করে। যারা কর্মকর্তা আছে তারা টিকিটগুলো কিনে কালোবাজারি করে। ৩০০ টাকার টিকিট ১ হাজার টাকায় বিক্রি করছে।'
ক্ষোভের বহিঃপ্রকাশ অনেকবারই দেখা গেছে ভিড়ের মাঝে। কখনো নিজেরা নিজেরাই জড়িয়েছেন হাতাহাতিতে। অনেকের অভিযোগ, শৃঙ্খলা ফেরাতে আবার তাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।
টিকিট কিনতে এসে হামলার শিকার একজন বলেন, 'টিকিটের জন্য বসে আছি কিন্তু পুলিশ এসে হামলা করেছে। হাতে লাঠির দাগ বসে গিয়েছে। তারপরও টিকিট পাইনি।'
আরেকজন বলেন, 'আমরা ঝগড়া লাগলেও আমরা টিকিট নিতে রাজি আছি, যদি টিকেট ছাড়ে তবে দুপুর ১২টা বেজে গেছে কিন্তু এখনো টিকেট ছাড়েনি।'
তবে হামলার কথা অস্বীকার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুন্সী সাব্বিরুল আলম বলেন, 'পুলিশ কেন হামলা করবে? পুলিশ তো আরও সহযোগিতা করছে এবং তারা যেন টিকেট পাই সেই ব্যবস্থা করছি। যারা টিকেট ক্রেতা তারা নিজেরাই বোতল ছোড়াছুড়ি করে হট্টগোল করছে।'
এসব সমর্থকরা নিজেদের সময় নষ্ট করে, গাঁটের টাকা খরচ করে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট করেন কেবল ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে। তাদের আবেগকে পুঁজি করে যারা ব্যবসা পেতেছেন, তারা কি কখনো বুঝবেন এই কষ্টের মর্ম!