ক্রিকেট
এখন মাঠে
0

শোকজ করা হতে পারে হাথুরুকে

শোকজ করা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে'কে। গণমাধ্যমে বিপিএল ক্রিকেট আসর নিয়ে সমালোচনা করার ঘটনা প্রমাণিত হলে এমন ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

লম্বা সময় ছুটিতে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হাথুরুসিংহে। বিপিএল এখন শেষের পথে চলে এসেছে। আর ক'দিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ বাংলাদেশের।

ছুটি কাটিয়ে দেশে ফিরেই সমালোচনার জন্ম দিয়েছেন এ লঙ্কান কোচ। বাংলাদেশের ক্রিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি, বলেছেন মানহীন বিপিএল দেখেন না, টিভি বন্ধ রাখেন। বিসিবির বেতনভোগী একজন কোচ হিসেবে কি দেশের ক্রিকেট নিয়ে এমন সমালোচনা করতে পারেন হাথুরু? ব্যাপারটি মানছেন না বোর্ড সভাপতি নিজেও। তাই হাথুরুর এমন কাণ্ড প্রমাণিত হলে কারণ দর্শানোর নোটিশ দেবে ক্রিকেট বোর্ড।

পাপন বলেন, 'সে যেই হোক, আমাদের যে নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। সে এমন মন্তব্য করেছে কি না যা বাংলাদেশের ক্রিকেটের জন্য খারাপ কোনো বার্তা বহন করে। তাকে জিজ্ঞাসা করা হবে। যদি সে এটা সত্যিই বলে থাকে, তবে তাকে এটা নিয়ে অবশ্যই শোকজ করা হবে।'

এদিকে রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে ৪ দিনের আইটিএফ ওয়ার্ল্ড মাস্টার্স ট্যুর। যে আসরে পুরো ১৫ লাখ টাকার স্পন্সর বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, 'বাংলাদেশে ৫২ বছরে এই প্রথম যে আইটিএফ আয়োজন করা হচ্ছে, তার সম্পূর্ণ স্পন্সর করেছে বিসিবি। আমি মনে করি একটি সার্থক প্রয়াস হলো আমাদের।

নিয়মিত টেনিস টুর্নামেন্ট আয়োজন করে থাকে এ ফেডারেশন। তারই অংশ হিসেবে ৪ মার্চ কোন স্পন্সর ছাড়াই আয়োজন করবে স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর