ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান লিগে প্রাইজমানি সাড়ে ৭ কোটি টাকা

পাকিস্তান সুপার লিগে (পিসিএল) এবারও মোটা অংকের প্রাইজমানি থাকছে। জয়ী দল পাবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা। সবমিলিয়ে পুরো আসরে প্রাইজমানি বাবদ অর্থ পুরস্কার থাকছে প্রায় সাড়ে সাত কোটি টাকা।

ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের যুগে, আজ এই দেশে তো কাল ওই দেশে ক্রিকেটের ফেরিওয়ালাদের আসর বসে। বাংলাদেশে যখন বিপিএল শেষদিকে তখন পাকিস্তানে বসেছে পিসিএল।

গত কয়েক আসরে পাকিস্তান সুপার লিগ নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। জাঁকজমক আসর আয়োজনে অন্য যেকোন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে খুব একটা পিছিয়ে নেই। সেই সাথে মোটা অংকের প্রাইজমানি তো থাকেই। এবারো গত আসরের সমান প্রাইজমানি থাকছে পিসিএলে।

এবারের আসরে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত কোটি টাকা প্রাইজমানি থাকছে পাকিস্তান সুপার লিগে। লিগের জয়ী দলকে দেয়া হবে ১২০ মিলিয়ন পাকিস্তানি রুপি। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা। অবশ্য রানার্সআপ দলকে এর অর্ধেক টাকাও দেয়া হবে না। তারা পাবে এক কোটি ৮০ লাখ টাকা।

এবারও ম্যাচসেরা ক্রিকেটারের হাতে উঠছে পাকিস্তানি মুদ্রায় ৫ লাখ রুপি বা ৬৬ লাখ টাকা। এছাড়া প্রতি ম্যাচে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তো থাকছেই।

তবে ফাইনালের ম্যাচ শেষে অনেকগুলো ক্যাটাগরির প্রাইজমানি থাকছে পাকিস্তান সুপার লিগে। আসর সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, টুনার্মেন্ট সেরা ক্রিকেটার, টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার, আসরের সেরা ফিল্ডার আরও থাকছে আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের অর্থ পুরস্কার। এসব ক্যাটাগরিতে প্রাইজমানি একই। সবগুলোতেই প্রায় ২০ লক্ষ টাকা করে পুরস্কার থাকছে।

শুধু প্রাইজমানি দিয়ে যে পাকিস্তান সুপার লিগ ক্রিকেটারদের আকৃষ্ট করছে তা কিন্তু নয়। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মাঝে এবারের আসরে উল্লেখযোগ্য স্পন্সরশীপ পেয়েছে লিগটি।