ক্রিকেট
এখন মাঠে
0

বাড়ছে না ক্রিকেটারদের ম্যাচ ফি

আপাতত বাড়ছে না ক্রিকেটারদের ম্যাচ ফি। তার বদলে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স বোনাস দেবে ক্রিকেট বোর্ড। এই বোনাস মোটা অংকের অর্থ হবে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

ক্রিকেটারদের আন্দোলনের পর ২০২০ সালে সর্বশেষ ম্যাচ ফি বৃদ্ধি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই থেকে টেস্টে ৬ লাখ, ওয়ানডেতে ৩ আর টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা করে ম্যাচ ফি পাচ্ছে সাকিব-তাসকিনরা।

ক্রিকেটে বোর্ডের সর্বশেষ সভায় ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান টেস্টে ৮, ওয়ানডেতে ৫ আর টি-টোয়েন্টিতে ৩ লাখ টাকা ম্যাচ ফি করার প্রস্তাব রেখেছিলেন।

কিন্তু সভায় আপাতত ম্যাচ ফি বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ক্রিকেটারদের বাড়তি আয়ের উৎস বের করেছে বোর্ড। র‌্যাংকিংয়ে ওপরে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচ প্রতি পারফরম্যান্স বোনাস দেবে বিসিবি। যা হবে মোটা অংকের অর্থ।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'তিন ফরম্যাটে যারা আমাদের র‌্যাংকিংয়ে উপরে থাকবে তাদের হারাতে পারলে বোনাস দেওয়া হবে। আবার নিচের দলগুলোর ক্ষেত্রে কোন বোনাস নেই। শীর্ষ তিন দলের সাথে এক রকম বোনাস আর তার নিচের জন্য আরেক রকম বোনাস।'

২০১৭ সালের পর ২০২০ সালে তিন ফরম্যাটে ম্যাচ ফি বৃদ্ধি করা হয়। তবে আপাতত ম্যাচ ফি বৃদ্ধি না পেলেও পরবর্তী বোর্ড সভায় থাকবে দারুণ আলোচনায়।

জালাল ইউনুস আরও বলেন, 'আমরা এখনও সিদ্ধান্ত নেইনি যে কত শতাংশ বাড়বে। পরবর্তীতে ঠিক করবো।'

এদিকে ভারতের মতো বড় দলের বিপক্ষে হোম সিরিজের পর অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ খেলবে টাইগ্রেসরা। একই সময়ে লঙ্কানদের বিপক্ষে শান্ত মিরাজদের খেলা থাকায় মিরপুর স্টেডিয়ামে হবে নারীদের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ।

ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জানান, 'অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড খুব কঠিন প্রতিপক্ষ। এদের সাথে আমাদের মেয়েরা ভালো খেললে পরবর্তী পর্যায়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে।'

বিশ্ব ক্রিকেট র‌্যাংকিংয়ে এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ মেয়েদের ক্রিকেটে ভিন্নমাত্রা যোগ করবে।