ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি ম্যাক্সওয়েলের

আবারও ম্যাক্সওয়েল বিস্ফোরণ। চার ছক্কার বৃষ্টি ঝড়ালেন। টি-টোয়েন্টিতে রেকর্ড পঞ্চম সেঞ্চুরির কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটার। তার অনবদ্য ১২০ রানের অপরাজিত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এক ম্যাচ হারে রেখেই নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া।

কদিন আগেই পানশালা কাণ্ডে সমালোচিত হয়েছিলেন। হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিলো উদ্দাম জীবন যাপনের জন্য। কিন্তু ২২ গর্জের ক্রিকেটেও উদ্দাম। তবে এবার গ্লেন ম্যাক্সওয়েলের সেই উদ্দামতাই হলো অন্যতম সেরা বিনোদনের খোরাক।

আরেকবার ম্যাক্সওয়েল ম্যাজিক দেখলো ক্রিকেট বিশ্ব। আবারও সেঞ্চুরি ঝড়ো গতিতে। চার ছক্কার বৃষ্টি হয়েছে অ্যাডিলেইডের আকাশে বাতাসে।

গত বছরের নভেম্বরের ভারতের বিপক্ষে ৪৭ বলে টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শর্ট ফরম্যাটে যৌথভাবে ৪টি করে সেঞ্চুরি করে রোহিত শর্মার সাথে শীর্ষে ছিলেন। কিন্তু জানুয়ারিতে রোহিত আবারও সেঞ্চুরি করে উঠে যান সেঞ্চুরির তালিকায় শীর্ষে।

তবে মাস না পেরুতেই আবারও হিট ম্যান রোহিত শর্মাকে ছুঁইয়ে ফেলেন ম্যাড ম্যাওক্সয়েল। ইনিংস বিবেচনায় আপাতত টি-টোয়েন্টিতে ৫টি করে সেঞ্চুরির হিসেবে শীর্ষে ম্যাক্সি।

অ্যাডিলেইডের ব্যাটিং প্যারাডাইস উইকেটে চার নম্বরে ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। তখন অস্ট্রেলিয়ার ইনিংসে বাকি ছিরো মোটে ৮০ বল। একই খেলেছেন ৫৫ বল। ২৫ বলের ফিফটি ঠিক তার ২৫ বল পর ক্যারিয়ারে ৫ম সেঞ্চুরি উদযাপন করেন।

১২০ বলে ম্যাচসেরা নায়ক হয়ে মাঠ ছাড়ার আগে গড়িয়ে ১২টি আর উড়িয়ে বাউন্ডারি হাঁকিয়েছেন ৮টি। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ইন্টারটেইন দেয়ার এ ব্যাটার সর্বশেষ পাঁচ ইনিংসের মধ্যে দুটি সেঞ্চুরি আর একটি ফিফটি এসেছে তার উইলো থেকে।