ক্রিকেট
এখন মাঠে
0

'বিশ্বকাপ প্রস্তুতির জন্য মিরপুরের উইকেট আদর্শ নয়'

বিশ্বকাপের প্রস্তুতির জন্য মিরপুরের উইকেট আদর্শ নয় বলে মনে করেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ইচ্ছার কথা স্বীকার করেছেন তিনি। ‌

চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের বিপিএলে স্পোর্টিং উইকেট বানানো হবে বলে আসর শুরুর আগে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান সহ আসরের সঙ্গে সংশ্লিষ্ট কর্তারা। তবে খেলা মাঠে গড়াতেই সেই পুরানো চিত্র। বেশিরভাগ ম্যাচই হচ্ছে লো স্কোরিং। যেটি কোনভাবেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয় বলে মনে করেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

তাসকিন বলেন, 'শেষ ৪ থেকে ৫ বছর যাবত দেখতেছি মিরপুরের উইকেট একেকদিন একেক রকম আচরণ করে। মিরপুরে কি হতে যাচ্ছে আমরা লোকাল খেলোয়াড় হয়েও মাঝে মধ্যে বুঝতে পারি না। আইসিসি ইভেন্টগুলো সবসময় অনেক বড় স্কোরের উইকেট হয়। এতে আমাদের প্রস্তুতির কিছুটা হলেও ঘাটতি হচ্ছে।'

বিপিএলের চলমান আসরে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হলেও ২০০ পেরোনো ইনিংস পাওয়া যায়নি একটিও। এরজন্য উইকেটের যেমন দায় আছে তেমনি ব্যাটারদেরও দায় আছে বলে মনে করেন লিটন দাস।

লিটন দাস বলেন, 'বাংলাদেশ টিমেও এটার ভুক্তভোগী। পাওয়ার প্লে ভালো খেললে মাঝখানে খেলতে পারি না। আবার মাঝখানে ভালো করলে ফিনিশ করতে পারি না। কিন্তু বিপিএলের ম্যাচগুলো চলতে চলতে আমরা শিখে যাবো যে কি করে মিডল ওভারে ক্রিকেট খেলতে হয়।'

এদিকে বিপিএলের মাঝপথেই চাউর হয়, জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে আগ্রহী নন তাসকিন আহমেদ। এবার এ নিয়ে গণমাধ্যমে পরিষ্কার বক্তব্য দিলেন তিনি নিজেই।

তাসকিন আরও বলেন, 'আমার ঘাড়ে ৪৫ শতাংশ টিয়ার ছিলো বিশ্বকাপের সময়। এখনো রিহ্যাব করেই খেলতে হচ্ছে। যদি টিয়ার আরেকটু বড় হয় তাহলে সার্জারি করতেই হবে। সার্জারি করলে ৮ মাস থেকে ১ বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর হৃদম কেমন হবে কে জানে। তাই আমি বোর্ডকে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলাম। যদি ফিউচারে উন্নতি হয় তখন চেষ্টা করবো।'

তাসকিন ইস্যুতে বিপিএলের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। তবে এটুকু নিশ্চিত শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া গেলেও টেস্টে পাওয়া যাচ্ছে না তাকে।